Arvind Kejriwal: 'কেজরিওয়াল পাবেন বড় স্বস্তি...?' সোমবার সুপ্রিম শুনানি! আশায় বুক বাঁধছেন AAP সমর্থকেরা

Last Updated:

Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের শুনানি সোমবার৷ আজ এই মামলায় সুখবর পেতে অত্যন্ত আশাবাদী আম আদমি পার্টি (এএপি)।

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি: আবগারি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তাঁর আবেদনের শুনানি সোমবার৷ আজ এই মামলায় সুখবর পেতে অত্যন্ত আশাবাদী আম আদমি পার্টি (এএপি)। দিল্লির ক্যাবিনেট মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, “AAP আত্মবিশ্বাসী যে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনে প্রচারের অনুমতি দেবে।”
সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদনের শুনানি করতে পারে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সৌরভ ভরদ্বাজ বলেন, ‘আমরা নিশ্চিত যে এই দেশে গণতন্ত্র বাঁচাতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে রক্ষা করতে সুপ্রিম কোর্ট অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালকে প্রচারের অনুমতি দেবে।’
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে বলেন, তাঁর ‘বেআইনি গ্রেফতার’ ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ এবং ‘ফেডারেলিজমের’ উপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির উপর একটি নজিরবিহীন আক্রমণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারের পদ্ধতি এবং সময় এজেন্সির ‘স্বেচ্ছাচারিতা’রই নিদর্শন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।”
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: 'কেজরিওয়াল পাবেন বড় স্বস্তি...?' সোমবার সুপ্রিম শুনানি! আশায় বুক বাঁধছেন AAP সমর্থকেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement