Arvind Kejriwal Resignation: কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির মুখ‍্যমন্ত্রী? অতিশির পাশেই উঠে এল যে নাম... মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠক

Last Updated:

Arvind Kejriwal Resignation: কেজরিওয়ালের পরে কে বসতে চলেছেন দিল্লির মসনদে? সূত্রের খবর, মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন দিল্লির পরব মুখ্যমন্ত্রী। আজ ১১টায় তা চূড়ান্ত করতে বৈঠকে বসতে চলেছে আপের লেজিসলেটিভ পার্টি। সব ঠিক থাকলে সেখানেই সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কেজরিওয়াল পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির মুখ‍্যমন্ত্রী? অতিশির পাশেই উঠে এল যে নাম... মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠক
কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির মুখ‍্যমন্ত্রী? অতিশির পাশেই উঠে এল যে নাম... মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠক
নয়াদিল্লি: দিল্লির মুখ‍্যমন্ত্রীর পদে ইস্তফা দিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সব ঠিক থাকলে আজ, মঙ্গলবারই ইস্তফা দিতে পারেন আপ শীর্ষ নেতা। দুনীর্তির দায় মুক্ত হয়েই তিনি ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন৷ আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর এমনটাই ঘোষণা করেছেন কেজরিওয়াল।
কিন্তু কেজরিওয়ালের পরে কে বসতে চলেছেন দিল্লির মসনদে? সূত্রের খবর, মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন দিল্লির পরব মুখ্যমন্ত্রী। আজ ১১টায় তা চূড়ান্ত করতে বৈঠকে বসতে চলেছে আপের লেজিসলেটিভ পার্টি। সব ঠিক থাকলে সেখানেই সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কেজরিওয়াল পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।
advertisement
advertisement
ইতিমধ্যেই একাধিক আপ নেতার নাম উঠে আসছে সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রীর তালিকায়। কেজরি ঘনিষ্ঠ এবং দিল্লি সরকারের সবচেয়ে বেশি সংখ্যক পোর্টফোলিও সামলানো অতিশীর নামের সঙ্গেই শোনা যাচ্ছে সৌরভ ভরদ্বাজের নামও।
আপের অন্য সূত্র জানাচ্ছে সংখ্যালঘু, রিজার্ভ ক্যাটাগরি থেকেও বাছা হতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রীকে। সেক্ষেত্রে এগিয়ে রয়েছে রাখি বিড়লা, কুলদীপ কুমারের নাম।
advertisement
যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত কোনও নামেই শীলমোহর পড়েনি বলে আপ শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর। আজকের বৈঠক ফলপ্রসূ হলে বিকেল সাড়ে চারটের সময় লেফটেনেন্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন অরবিন্দ কেজরিওয়াল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal Resignation: কেজরিওয়ালের পর কে হবেন দিল্লির মুখ‍্যমন্ত্রী? অতিশির পাশেই উঠে এল যে নাম... মঙ্গলবারেই চূড়ান্ত বৈঠক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement