Arvind Kejriwal ED: আজ ইডি দরবারে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী? 'গ্রেফতার হবেন কেজরিওয়াল...' আশঙ্কায় আপ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arvind Kejriwal ED: খোদ দিল্লির মুখ্যমন্ত্রীকে দফতরে তলব করেছে ED। এরই মধ্যে আপ আশঙ্কা, হাজিরার দিনই গ্রেফতার করা হতে পারে আম আদমি পার্টি প্রধানকে।
নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে ঘটনাবহুল লক্ষ্মীবার আজ। একদিকে সাংসদ মহুয়া মৈত্রকে আজ হাজিরা দিতে হবে লোকসভার এথিক্স কমিটির সামনে। অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড় এনে আজ ২ নভেম্বরেই খোদ দিল্লির মুখ্যমন্ত্রীকে দফতরে তলব করেছে ED।
তবে সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়াল আজ ইডি-র সামনে হাজির হবেন না। বরং ইডির নোটিশকে বেআইনি বলে দাবি করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরই মধ্যে আপ আশঙ্কা, হাজিরার দিনই গ্রেফতার করা হতে পারে আম আদমি পার্টি প্রধানকে।
#WATCH | Heavy security deployment outside the Enforcement Directorate (ED) in Delhi.
ED has summoned Delhi CM and AAP national convener Arvind Kejriwal to appear before them today in connection with the Delhi excise policy case. pic.twitter.com/Y274YjVy6o
— ANI (@ANI) November 2, 2023
advertisement
advertisement
এদিকে সকাল সকাল ED-র অ্যাকশন শুরু হয়ে গিয়েছে রাজধানীতে। কেজরিওয়াল সরকারের মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়ি সহ ১০ টি জায়গায় আজ সকালেই অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা। আম আদমি পার্টির বিধায়ক ও দিল্লি সরকারের মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে এদিন খুব ভোরে হানা দেয় ইডি। জানা যাচ্ছে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি রাজকুমার আনন্দের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেছে ইডি। শুধু তাই নয়, রাজকুমার আনন্দের সঙ্গে সম্পর্কিত প্রায় ১০টি জায়গায় সকাল থেকেই ইডির অভিযান চলছে।
advertisement
এরইমধ্যে মঙ্গলবার আম আদমি পার্টির নেতা তথা দিল্লি মন্ত্রী অতিসি বলেন, ‘আমার আশঙ্কা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ২ নভেম্বর ED গ্রেফতার করবে। তাঁর হাজিরার পরই তাঁকে সম্ভব গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি।’ কেন এমন আশঙ্কা করছেন অতিসি? দিল্লির মন্ত্রীর কথায়, ‘অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ED-র হাতে তাঁকে গ্রেফতার করানো হতে পারে।’ একই আশঙ্কা আমি আদমি পার্টির একাংশের।
advertisement
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। এই মামলায় বেআইনি লেনদেন নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। এদিকে, সোমবার আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই দিল্লি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ED-র সমন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 10:22 AM IST