Delhi Assembly Election 2020: টিকিট দিতে কেজরিওয়াল ১০ কোটি টাকা চেয়েছিলেন, কংগ্রেসে যোগ দিয়েই বিস্ফোরক আপ বিধায়ক
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
তাঁর অভিযোগ, দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার বদলে ১০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
#নয়াদিল্লি: নির্বাচন যতই এগিয়ে আসছে দলবদল, দোষারোপের পালা বাড়ছে দিল্লিতে৷ বর্তমান আপ সরকারকে গদি থেকে সরাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি ও কংগ্রেস৷ ইতিমধ্যেই কংগ্রেস দাবি করেছে, আপ-এ টিকিট না-পাওয়া ১৫ জন বিধায়ক কংগ্রেসের সঙ্গে টিকিট পাওয়ার জন্য যোগাযোগ রাখছে৷ এ হেন পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেসে যোগ দেওয়া এক আপ বিধায়ক৷ তাঁর অভিযোগ, দিল্লি বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার বদলে ১০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷
কংগ্রেসে যোগ দেওয়া ওই আপ বিধায়কের নাম আদর্শ শাস্ত্রী৷ শনিবারই তিনি আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন৷ তারপরেই কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, বিধানসভায় লড়ার টিকিট ১০ থেকে ২০ কোটি টাকায় বিক্রি করছেন কেজরিওয়াল৷ আপ-এ টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন আদর্শ৷ দ্বারকা বিধানসভা কেন্দ্রে আদর্শের পরিবর্তে আপ এ বারে টিকিট দিয়েছে বিনয় শর্মাকে৷
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ শাস্ত্রী আপ-এর জাতীয় মুখপাত্র ছিলেন ও বৈদেশিক বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন৷ লোকসভা ভোটের আগেও এক আপ বিধায়কের ছেলে দাবি করেছিলেন, টিকিট পাওয়ার জন্য তাঁর বাবা দলকে ৬ কোটি টাকা দিয়েছেন৷ যদিও আপ বিধায়ক বলবীর সিং জাখার ছেলের অভিযোগ অস্বীকার করেন এবং জানান ভোটে লড়ার টিকিট পেতে তিনি কোনও টাকা দেননি৷
advertisement
advertisement
এ দিকে সূত্রের খবর, দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়াতে পারেন নির্ভয়ার মা আশা দেবী ৷ নির্ভয়ার মা কংগ্রেসের টিকিটে কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন লড়তে পারেন ৷ এই বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হতে পারে ৷ নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসি হওয়ায় দেরি হতে একাধিক বার দিল্লি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন আশাদেবী ৷ তিনি আরও বলেন যে, সরকার দোষীদের বাঁচানোর চেষ্টা করছে৷
advertisement
এই বিষয়ে অবশ্য মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লি সরকার তাদের কাজ সময়েই সম্পূর্ণ করেছে ৷ এই মামলা সংক্রান্ত কোনও কাজে দিল্লি সরকার কোনও দেরি করেনি ৷ আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট৷ ফল প্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2020 9:27 AM IST