বিজেপির পথে মন্দির রাজনীতিতে এবার কেজরিও, দেবতার পায়ে আত্মসমর্পণ আপ নেতার
দিল্লি ভোট ময়দানে বিজেপির পথে মন্দির রাজনীতিতে এবার কেজরিও, দেবতার পায়ে আত্মসমর্পণ আপ নেতার
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ভোট বড় বালাই। তাই কখনও হনুমান চল্লিশা পাঠ। কখনও আবার সোজা হনুমান মন্দিরে। দিল্লি ভোটের ঠিক আগের দিন, শুক্রবার, কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন অরবিন্দ কেজরিওয়াল।
#নয়াদিল্লি: ভোট বড় বালাই। কর্মপথের পাশাপাশি ঝাড়ু তাই ধর্মপথেও। ভোটের আগের দিন, দিল্লির মন্দিরে বিজেপির রাজ্য সভাপতি। মন্দির রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালও। বিজেপির মুখে ‘রামনাম’ ৷ কেজরির বাজি রামভক্ত হনুমান ৷ভোটের আগের দিন, দিল্লিতে যুযুধান দুই দলের নেতা, মন্দিরে মন্দিরে। ভোট বড় বালাই। তাই কখনও হনুমান চল্লিশা পাঠ। কখনও আবার সোজা হনুমান মন্দিরে। দিল্লি ভোটের ঠিক আগের দিন, শুক্রবার, কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন অরবিন্দ কেজরিওয়াল।দিল্লি বিজেপির সভাপতি, মনোজ তিওয়ারিও ভোটের আগের দিন পৌঁছে গেলাম মন্দির চত্বরে ৷ কখনও ভাল ফলের আশায় মন্দিরে...কখনও আবার ফুরফুরে থাকতে লে ছক্কা.... পর্যবেক্ষকদের মতে, দিল্লির ভোটে CAA বিরোধী শাহিনবাগ আন্দোলনকে বড় অস্ত্র করতে চেয়েছে বিজেপি। এই অস্ত্রে শান দিয়েই মেরুকরণের পালে হাওয়া তোলার অভিযোগ উঠেছে পদ্মশিবিরের বিরুদ্ধে। পাল্টা হিসেবে কংগ্রেস সুর চড়ালেও অরবিন্দ কেজরিওয়াল কিন্তু শাহিনবাগ থেকে দূরেই থেকেছেন। রাম মন্দির নির্মাণে ট্রাস্ট তৈরির যে ঘোষণা নরেন্দ্র মোদি করেছেন, তাকেও স্বাগত জানিয়েছেন। এবার তিনি হনুমান মন্দিরে। রাজনৈতিক মহলের ধারণা, কেজরিওয়াল হয়ত চাইছেন না, তাঁর গায়ে মুসলিম দরদী কোনও তকমা বিজেপি সেঁটে দেওয়ার সুযোগ পাক। তিনি তাই নরম হিন্দুত্বেরই পথে। কেজরিওয়ালেরও অস্ত্র তাই মন্দির রাজনীতি।
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।