করোনা রুখতে চ্যালেঞ্জিং পদক্ষেপ, ১০ জুলাইয়ের মধ্যে প্রতিটা বাড়িতে যাবে দিল্লি প্রশাসন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা রুখতে দিল্লি সরকারের নজিরবিহীন ভাবনা
#নয়াদিল্লি: দিল্লিতে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী দিল্লি নিয়ে সরকার বিশেষ পদক্ষেপ নিল ৷ এক প্ল্যান নিয়ে তারা এই সংক্রমণের লড়াই করবে ৷ দিল্লির প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে কেজরিওয়াল প্রশাসন ৷ দাবি করা হয়েছে, ৬ জুলাই অবধি দিল্লির প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে প্রশাসন ৷ নতুন কোভিড রেসপন্স প্ল্যানের দরুণ প্রতি ঘরে পৌঁছনোর চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কেজরিওয়াল সরকার জানিয়েছে ৩০ জুনের মধ্যেই এই খোঁজ শেষ হয়ে যাবে , আর যদি ওই তারিখে শেষ না হয়, তাহলে ৬ জুলাই অবধি অতি অবশ্যই শেষ হয়ে যাবে ৷
সারা দেশে যে সব অঞ্চলে দ্রুত করোনার বৃদ্ধি হচ্ছে তার মধ্যে দিল্লি অন্যতম ৷ সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার দিল্লিতে করোনা সংক্রমণের ৩৯৪৭টি কেস সামনে এসেছে ৷ যা একদিনে সর্বাধিক সংক্রমণের নতুন রেকর্ড ৷ করোনা সংক্রমণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন ৷ এখনও অবধি দিল্লিতে মোট করোনা সংক্রমিত ৬২ হাজারের কাছাকাছি ৷
advertisement
advertisement
দিল্লিতে ২৬১ টি এলাকায় করোনা সংক্রমণ যথেষ্ট তীব্র তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে ৷ দিল্লি সরকার জানিয়েছে প্রতিদিন গড়ে ২৫০০ বেশি নতুন সংক্রমণ সামনে আসছে ৷ মৃত্যু ৭৫৷ আর এই সংক্রমণের ৪৫ সতাংশ কনটেইমেন্ট এলাকা থেকেই আসছে ৷
কোভিড ১৯ পরিস্থিতি সামাল দিতে জেলা ম্যাজিস্ট্রেটদের নজরজারিতে বিশেষ টাস্কফোর্স তৈরি করা হয়েছে ৷ এরমধ্যে দিল্লি নগর নিগম, জেলা পুলিশ, উচ্চপদস্থ সরকারি আধিকারিক মহামারী বিজ্ঞানীদের রাখা হয়েছে ৷ আর ভরসা রাখা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপের ওপর ৷ যে জায়গায় সংক্রমণ অধিক সেখানে যেন অতি অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড হয়ে থাকে তা নিশ্চিত করতে চাইছে সরকার ৷
advertisement
এদিকে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশ৷ দিল্লিতে করোনা ভাইরাসের ব্যপ্তি মাপতে বাজারেও নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে ৷ ২৭ জুন থেকে ১০ জুলাই অবধি এই অভিযান চলবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2020 12:18 PM IST