দুর্নীতি হটাতে দরকার ছিল ক্যাশলেস ইকোনমি ও নোট বাতিলের মতো সাহসী পদক্ষেপ: অরুণ জেটলি

Last Updated:

বিরোধীদের কটাক্ষ, অর্থনীতিবিদদের সমালোচনা সত্ত্বেও নোট বাতিল নিয়ে এক ইঞ্চিও পিছু হটতে নারাজ কেন্দ্র ৷

#গান্ধিনগর: বিরোধীদের কটাক্ষ, অর্থনীতিবিদদের সমালোচনা সত্ত্বেও নোট বাতিল নিয়ে এক ইঞ্চিও পিছু হটতে নারাজ কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ ভাইব্র্যান্ট গুজরাত অনুষ্ঠানে এসে নোট বাতিলের সিদ্ধান্তকে ‘সরকারের সাহসী পদক্ষেপ’ বলে ব্যাখা করেন ৷ দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য নোট বাতিল ও বিমুদ্রাকরণের মতো আরও সাহসী পদক্ষেপ নেওয়া দরকার বলে জানালেন অরুণ জেটলি ৷
এদিন গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধু নোট বাতিলই নয়, ক্যাশলেস ইকোনমির পক্ষেও সওয়াল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘নগদ লেনদেনে কালোবাজারির বাড়বাড়ন্ত ৷ এতে দেশের অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ত, যা শ্যাডো ইকনমি নামে পরিচিত ৷ তাতে সরকারও কম লাভবান হত ৷ নোটের পরিমাণ কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতেই ডিজিট্যাল লেনদেন বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে ৷ ডিজিটাল ইকনমি হলে সমস্যার সমাধান টাকা সরাসরি মেইনস্ট্রিম ইকনমিতে আসবে ৷ সরকারের হাতে বেশি টাকা আসলে আখেরে দেশেরই লাভ হবে ৷’
advertisement
নোট বাতিলের ফলে দেশের মানুষের চরম ভোগান্তি নিয়ে প্রশ্ন উঠতেই জেটলির দাবি, ‘সরকার অনেক সাহসী পদক্ষেপ করেছে ৷ স্বচ্ছতা আনার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল ৷’
advertisement
নিজের বক্তব্যে জিএসটি নিয়ে সংশয় কাটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘জিএসটি দেশের অর্থনীতিকে একসূত্রে বাঁধবে ৷ জিএসটি-র ফলে লাভবান হবে সব রাজ্য ৷ বেশিরভাগ ইস্যুরই সমাধান করা গিয়েছে ৷ বাকি কিছু জটিল সমস্যাও শীঘ্রই মিটবে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতি হটাতে দরকার ছিল ক্যাশলেস ইকোনমি ও নোট বাতিলের মতো সাহসী পদক্ষেপ: অরুণ জেটলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement