ভালোয় ভালোয় টাকা দাও নইলে কড়া শাস্তি, মালিয়াকে জেটলির দাওয়াই

Last Updated:

সরাসরি নয়, বরং ঘুরিয়ে বিজয় মালিয়াকে কড়া দাওয়াই দেওয়ার কথা তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

#নয়াদিল্লি: সরাসরি নয়, বরং ঘুরিয়ে বিজয় মালিয়াকে কড়া দাওয়াই দেওয়ার কথা তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ অর্থনৈতিক জালিয়াতির প্রসঙ্গে সোমববার স্পষ্টই বিজয় মালিয়া জানালেন, ‘কোনও নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গে নয়, ব্যাঙ্কের থেকে অর্থ লোনের ব্যাপারে যাঁরা জালিয়াতির পথ অনুসরণ করবে, তাঁদেরকে একটাই কথা বলার আছে ৷ সম্মানজনকভাবে টাকা ফেরৎ দিন৷ নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হয়ে ব্যাঙ্কের তরফ থেকে ৷ ’ মালিয়া প্রসঙ্গে জেটলি জানান, ‘টাকার লেন-দেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির নিজস্ব কিছু আইন-কানুন রয়েছে ৷ এমনকী, সেই আইনের ওপর নির্ভর করে উপযুক্ত ফৌজদারি পদক্ষেপও নিতে পারে নির্দিষ্ট ব্যাঙ্ক ৷’
এর আগে বিজয় মালিয়ার বকেয়া টাকা আদায়ের জন্য রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলি মুম্বইয়ে মালিয়ার ‘কিংফিশার হাউজ’ নিলামও ঘোষণা করেছিলেন ৷ কিন্তু সেই নিলামে কোনও সাড়াই পাওয়া যায় না ৷ অন্যদিকে বিজয় মালিয়া জানিয়েছিলেন, তাঁর পুরো সম্পত্তির দাম নির্ধারণে বিশেষ দলের সাহায্য নিয়েছেন ৷ সম্পত্তি বিক্রি করেই তিনি মেটাবেন ব্যাঙ্কের বকেয়া টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভালোয় ভালোয় টাকা দাও নইলে কড়া শাস্তি, মালিয়াকে জেটলির দাওয়াই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement