ভালোয় ভালোয় টাকা দাও নইলে কড়া শাস্তি, মালিয়াকে জেটলির দাওয়াই

Last Updated:

সরাসরি নয়, বরং ঘুরিয়ে বিজয় মালিয়াকে কড়া দাওয়াই দেওয়ার কথা তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

#নয়াদিল্লি: সরাসরি নয়, বরং ঘুরিয়ে বিজয় মালিয়াকে কড়া দাওয়াই দেওয়ার কথা তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ অর্থনৈতিক জালিয়াতির প্রসঙ্গে সোমববার স্পষ্টই বিজয় মালিয়া জানালেন, ‘কোনও নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গে নয়, ব্যাঙ্কের থেকে অর্থ লোনের ব্যাপারে যাঁরা জালিয়াতির পথ অনুসরণ করবে, তাঁদেরকে একটাই কথা বলার আছে ৷ সম্মানজনকভাবে টাকা ফেরৎ দিন৷ নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হয়ে ব্যাঙ্কের তরফ থেকে ৷ ’ মালিয়া প্রসঙ্গে জেটলি জানান, ‘টাকার লেন-দেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির নিজস্ব কিছু আইন-কানুন রয়েছে ৷ এমনকী, সেই আইনের ওপর নির্ভর করে উপযুক্ত ফৌজদারি পদক্ষেপও নিতে পারে নির্দিষ্ট ব্যাঙ্ক ৷’
এর আগে বিজয় মালিয়ার বকেয়া টাকা আদায়ের জন্য রাষ্ট্রীয় ব্যাঙ্কগুলি মুম্বইয়ে মালিয়ার ‘কিংফিশার হাউজ’ নিলামও ঘোষণা করেছিলেন ৷ কিন্তু সেই নিলামে কোনও সাড়াই পাওয়া যায় না ৷ অন্যদিকে বিজয় মালিয়া জানিয়েছিলেন, তাঁর পুরো সম্পত্তির দাম নির্ধারণে বিশেষ দলের সাহায্য নিয়েছেন ৷ সম্পত্তি বিক্রি করেই তিনি মেটাবেন ব্যাঙ্কের বকেয়া টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভালোয় ভালোয় টাকা দাও নইলে কড়া শাস্তি, মালিয়াকে জেটলির দাওয়াই
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement