৩৭০ ধারা খারিজ হওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে কাশ্মীরে, শান্তি বজায় রাখাই এখন চ্যালেঞ্জ
Last Updated:
রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হল জম্মু-কাশ্মীর। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হল। সিদ্ধান্ত ঘোষণার পরই উত্তাল হয়ে ওঠে সংসদ।
#নয়াদিল্লি: কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করল কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হল জম্মু-কাশ্মীর। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হল। সিদ্ধান্ত ঘোষণার পরই উত্তাল হয়ে ওঠে সংসদ।
রাজ্য নয়, জম্মু ও কাশ্মীর এখন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল।জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। সোমবার সংসদের অধিবেশন শুরু হতেই সিদ্ধান্ত ঘোষণা। কাশ্মীরে ৩৭০ ধারা বা বিশেষ মর্যাদা খারিজ করল মোদি সরকার। প্রায় সাড়ে পাঁচ দশক পর বিশেষ মর্যাদা হারাল জম্মু - কাশ্মীর। লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্যসভায় প্রবল হই-হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীরের পাশাপাশি বদলে যাচ্ছে ভারতের মানচিত্রও ৷
advertisement
৩৭০ ধারা খারিজের সিদ্ধান্তের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
advertisement
জম্মু-কাশ্মীর ও লাদাখ - দু'টি জায়গাতেই লেফটেন্যান্ট গভর্নর
জম্মু-কাশ্মীরে বিধানসভা থাকলেও লাদাখে থাকবে না
৩৭০ ধারা খারিজ হওয়ায় ৩৫এ ধারাও বিলুপ্ত হল
৩৭০ ধারা খারিজ হওয়ায় বিশেষ সুবিধা পাবেন না উপত্যকাবাসী
advertisement
৩৭০ ধারা বিলুপ্তির ঘোষণা হতেই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিক্ষোভ দেখাতে শুরু নকরে কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স সমাজবাদী পার্টির সাংসদরা
সংবিধান ছিঁড়ে ফেলায় ২ পিডিপি সাংসদকে বের করে দেন রাজ্যসভার চেয়ারম্যান
উত্তেজনা বাড়ায় মার্শাল ডাকা হয়
সংসদ চত্ত্বরেই ধরনা শুরু করে কয়েকটি রাজনৈতিক দল
advertisement
বিশেষ মর্যাদার দাবি খারিজ করে উপত্যকাবাসীকে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দেওয়া হল। অভিযোগ বিরোধীদের। এই দলে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টির মতো দল। আবার শিবসেনা, বিজেডি, বহুজন সমাজ পার্টি, আম-আদমি পার্টি, এআইএডিএমকে - মোদি সরকারের পাশে।৩৭০ ধারা খারিজ হওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে উপত্যকায়। আপাতত নিরাপত্তায় মোড়া জম্মু-কাশ্মীর থেকে নিরাপত্তা উঠলে কী হবে? উপত্যকায় শান্তি বজায় রাখাটাই এখন চ্যালেঞ্জ মোদি সরকারের।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 8:53 PM IST