বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Last Updated:
বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত ৷ জালিয়াতির অভিযোগে মালিয়া ও কিংফিশার CFO এ রঘুনাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ GMR হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর মালিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে ৷ অভিযোগ, যে চেকটি তিনি দিয়েছিলেন, তা বাউন্স করেছে। ২৯ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মালিয়াকে ৷
#নয়াদিল্লি: বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত ৷ জালিয়াতির অভিযোগে মালিয়া ও কিংফিশার CFO এ রঘুনাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ GMR হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর মালিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে ৷ অভিযোগ, যে চেকটি তিনি দিয়েছিলেন, তা বাউন্স করেছে। ২৯ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মালিয়াকে ৷
বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। ১৭টি ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে শোধ করেননি কিংফিশার শীর্ষকর্তা। ৭ হাজার ৮০০ কোটি টাকার ঋণ ফেরত পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছিল ১৭টি ব্যাঙ্ক। কিন্তু ভাবাটাই সার। ব্যাঙ্কগুলি যখন নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে, তখন দেশ ছেড়ে ব্রিটেনের নিশ্চিত আশ্রয়ে চলে যান বিজয় মালিয়া। সুপ্রিম কোর্টে যখন মামলা উঠল, তার অন্তত এক সপ্তাহ আগে অর্থাৎ ২ মার্চ ভারত ছাড়েন মালিয়া। সুপ্রিম কোর্টে এই কথা জানান অ্যাটর্নি জেনারেল। এরপরই কিং অফ গুড টাইমস বিজয় মালিয়ার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ২৯ মার্চের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, বিজয় মালিয়া ইস্যুতে বিভিন্ন দেশকে আইনি চিঠি পাঠানোর কথা ভাবছে সিবিআই। বিভিন্ন দেশে বিজয় মালিয়ার একাধিক সম্পত্তি আছে। সম্পত্তির হদিশ পেতে লেটার অব রোগেটরি'র ভাবনা সিবিআিই-এর। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা বিভিন্ন বিদেশি ব্যাঙ্কে রাখেন মালিয়া । এছাড়াও, ফরেন্সিক অডিট করার কথাও ভাবছে সিবিআই। সতেরটি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে যে নথি দাখিল করেছেন মালিয়া, তা জাল কিনা জানতে এই অডিট করার কথা ভাবছে সিবিাই।
Location :
First Published :
March 15, 2016 12:13 PM IST