গ্রেফতার প্যারিস হামলার মূলচক্রী সালেহ আবদেস্লাম

Last Updated:

তুমুল তল্লাশির পর শেষমেশ ধরা পড়ল প্যারিস জঙ্গি হামলায় জীবিত জঙ্গি সালেহ আবদেস্লাম ৷ এই জঙ্গির খোঁজেই চলছিল গোটা ফ্রান্স জুড়ে চলছিল চিরুণি তল্লাশি ৷ বিস্ফোরক ভর্তি বেল্ট বাঁধা অবস্থায় গ্রেফতার করা হয় সালেহ আবদেস্লাম ৷

#প্যারিস: তুমুল তল্লাশির পর শেষমেশ ধরা পড়ল প্যারিস জঙ্গি হামলায় জীবিত জঙ্গি
সালেহ আবদেস্লাম ৷ এই জঙ্গির খোঁজেই চলছিল গোটা ফ্রান্স জুড়ে চলছিল চিরুণি তল্লাশি ৷ বিস্ফোরক ভর্তি বেল্ট বাঁধা অবস্থায় গ্রেফতার করা হয় সালেহ আবদেস্লাম ৷
শুক্রবার রাতের জঙ্গি হামলার পর থেকেই, হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে গোটা ফ্রান্স জুড়ে চিরুনি তল্লাশি চলছিল পুলিশের ৷ প্রাথমিকভাবে এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেলজিয়াম পুলিশ ৷ তদন্তে উঠে এসেছিল গ্রেফতার হওয়া জঙ্গি সালেহ আবদেস্লামের নাম ৷
advertisement
advertisement
শুক্রবারের হামলায় জড়িত থাকা জঙ্গিদের মধ্যে তিন জন সম্পর্কে ভাই ছিল ৷ তিন জনের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে মারা যায়, একজনকে পুলিশ গ্রেফতার করে, আর একজন পলাতক বলে জানা গিয়েছিল ৷ এই পলাতক জঙ্গিই হল সালেহ ৷ সালেহ একটি ছবিও প্রকাশ করা হয় ফ্রান্সের সংবাদমাধ্যমগুলিতে ৷ গ্রেফতার হওয়ার আগে থেকেই আবদেস্লামকে ‘বিপদজ্জনক’বলে বণর্না করে পুলিশ ৷ এর আগে সাত জন সন্দেহভাজন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল বেলজিয়াম কর্তৃপক্ষ ৷ তদন্তকারিরা ইতিমধ্যেই দুটো গাড়ি খুঁজে পেয়েছে যা হামলায় ব্যবহার হয়েছিল ৷ গাড়ি দুটি বেলজিয়াম থেকে ভাড়া করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার প্যারিস হামলার মূলচক্রী সালেহ আবদেস্লাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement