ভয়াবহ বিপর্যয়! হু হু করে বাড়ছে মৃ*ত্যুর সংখ্যা, সিকিমে আটকে ১২০০ পর্যটক, দুর্গতদের উদ্ধার কাজে নামল সেনা

Last Updated:

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্ব ভারত। পরিস্থিতির উন্নতির তেমন কোনও লক্ষণই নেই। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে উদ্ধার কাজে নামল সেনা। স্থানীয়দের পাশাপাশি জেলায় জেলায় আটকে পর্যটকরা।

* দুর্গতদের উদ্ধারে সচেষ্ট সেনা, নামানো হল NDRF এর বিশেষ দল
* দুর্গতদের উদ্ধারে সচেষ্ট সেনা, নামানো হল NDRF এর বিশেষ দল
পরিস্থিতির উন্নতির তেমন কোনও লক্ষণই নেই। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতে উদ্ধার কাজে নামল সেনা। স্থানীয়দের পাশাপাশি জেলায় জেলায় আটকে পর্যটকরা। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, উত্তর সিকিমে গত দু’দিনে মোট ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যাটা লাখ ছাড়িয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।
জলস্তর বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের। এখনই কমবে না বৃষ্টি, পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রশাসনের। ইতিমধ্যেই একাধিক রাজ্যে NDRF এর বিশেষ দলকে পাঠানো হয়েছে। এছাড়া সেনার ত্রিশক্তি কর্পস, আসাম রাইফেল-সহ একাধিক ইউনিট কাজ করছে দুর্গতদের উদ্ধারে। এমনকি বায়ুসেনা প্রস্তুত আছে প্রয়োজন হলে এয়ার লিফট করানোর জন্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো ও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার কাজ চলছে দ্রুততার সঙ্গে।
advertisement
advertisement
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। মণিপুরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ইম্ফল। এখনও পর্যন্ত দেড় হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টি এবং ভূমিধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়েছেন ১২০০ পর্যটক। মেঘালয়ে হড়পা বানে বিপর্যস্ত ১০টি জেলা। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অরুণাচল প্রদেশে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
অসমের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রীভূমি জেলায় ৮৩ হাজার, নগাঁওতে ৬২ হাজার, লখিমপুর জেলায় ৪৬ হাজার এবং কাছাড় জেলায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫৫টি ত্রাণশিবিরে ৫৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি উত্তর সিকিমের অবস্থাও ভয়াবহ। তিস্তা সহ একাধিক পাহাড়ি নদী ফুঁসছে। জারি হয়েছে সতর্কতা। জলের তোড়ে ফিদাংয়ে ক্ষতিগ্রস্ত সেতু, মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় সমস্যা। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের ফেরানোর চেষ্টা চলছে। ধাপে ধাপে তাঁদের গ্যাংটকে আনা হচ্ছে বলে খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ বিপর্যয়! হু হু করে বাড়ছে মৃ*ত্যুর সংখ্যা, সিকিমে আটকে ১২০০ পর্যটক, দুর্গতদের উদ্ধার কাজে নামল সেনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement