#নয়া দিল্লি: করোনার মাঝেও দেশকে রক্ষা করছেন ওঁরা। সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর আবারও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা।
সেনার বিশেষ বাহিনীর বিশেষ দল বা আর্মি স্পেশাল ফোর্সকে এদিন কেরন সেক্টরের একটি অংশে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়। উত্তর কাশ্মীরের এই অঞ্চলেই পাঁচ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। গ্রীষ্মকালীন সময়ে এটিই ছিল জঙ্গিদের বৃহত্তম অনুপ্রবেশের চেষ্টা। আর তা আজ ব্যর্থ করে দিল ভারতীয় সেনা।
যদিও এই ঘটনায় প্রাণ গিয়েছে ভারতীয় সেনার পাঁচ জওয়ানেরওও। রবিবার প্রায় ১ হাজার ফুট উচ্চতায় চলা এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন প্যারা ৪ এসএফ ব্যাটেলিয়ানের পাঁচ জওয়ান। এঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে যুদ্ধ ক্ষেত্রেই আর বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় শ্রীনগরের সেনা হাসপাতালে। সেখানে তাঁদের মৃত্যু হয়।
সেনার পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গত ১ এপ্রিল থেকে ‘অপরেশন রান্দোরি বেহক’ শুরু হয়েছিল। যেখানে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার ও স্পাই ড্রোনও।