ISI চর সন্দেহে দার্জিলিং থেকে গ্রেফতার সেনা জওয়ান

Last Updated:

ISI চর সন্দেহে ফের এক সেনা জওয়ানকে গ্রেফতার করল ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ ধৃত জওয়ান ফরিদ জম্মু-কাশ্মীরের ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্তব্যরত বলে জানা গিয়েছে ৷ পাক গুপ্তচর সংস্থাকে ভারতীয় সেনাবাহিনীর রণনীতি-সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার দার্জিলিং থেকে ফরিদকে গ্রেফতার করা হয়েছে ৷

#দার্জিলিং: ISI চর সন্দেহে ফের এক সেনা জওয়ানকে গ্রেফতার করল ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ ধৃত জওয়ান ফরিদ জম্মু-কাশ্মীরের ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্তব্যরত বলে জানা গিয়েছে ৷ পাক গুপ্তচর সংস্থাকে ভারতীয় সেনাবাহিনীর রণনীতি-সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার দার্জিলিং থেকে ফরিদকে গ্রেফতার করা হয়েছে ৷
ISI-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর ঠিক এক দিন আগেই, শনিবার মহম্মদ সাবার নামে এক শিক্ষককে চরবৃত্তির অভিযোগে রাজৌরি থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ISI আধিকারিক কাইফাতুল্লা খানের সঙ্গে ২০১৪ সালে ফরিদের আলাপ হয় ৷ মহম্মদ সাবারই কাইফাতুল্লার সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিল ৷ সেনাবাহিনীর বহু গোপন তথ্য ফরিদ পাকিস্থানে পাচার করেছে বলে জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা ৷ এছাড়াও BSF হেড কনস্টেবল আবদুল রশিদ, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাইফাতুল্লা খান, প্রাক্তন সেনা আধিকারিক মুনাওয়ার আহমেদ মীরকে একই অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISI চর সন্দেহে দার্জিলিং থেকে গ্রেফতার সেনা জওয়ান
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement