ইটের বদলে পাটকেল, চিনের সেনাকে ‘উচিত শিক্ষা’ দিতে ভারতীয় জওয়ানদের পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র: সূত্র

Last Updated:

৩৫০০ কিমি চিন সীমায় কড়া নজর রেখেছে জওয়ানেরা ৷ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে বায়ুসেনাকেও ৷ উল্লেখ্য, মিগ, হারকিউলিস, মিরাজ, সুখোই বিমান প্রস্তুত এলএসি-র ফরওয়ার্ড বেসে ৷

#নয়াদিল্লি: ১৫ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ার উপত্যকায় চিনের অতর্কিত হামলায় শহিদ ২০ জওয়ান ৷ সূত্রের খবর, দুদেশের মাঝের স্থিতাবস্থা ভেঙে এই চিনা আগ্রাসনের উচিত জবাব দিতে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র ৷ চিনের সঙ্গে বিবাদের পরিস্থিতিতে রবিবারও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রধান ও সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন ৷ সূত্রের খবর, সেখানেই এই সিদ্ধান্ত ৷ ভারতের সশস্ত্র সেনাবাহিনীকে চিনা সেনাদের আক্রমণের মোকাবিলা করার জন্য পূর্ণ ছাড় দেওয়া হল ৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারত-চিন সীমান্ত তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) কর্মরত জওয়ানদের ক্ষেত্রে যুদ্ধ করার নিয়মেও কিছু পরিবর্তন আনা হতে পারে ৷ চিনের সঙ্গে বিবাদ ও অতর্কিত আক্রমণে ২০ জওয়ানের প্রাণবলির পর সেনার অন্দরেও বাড়ছিল চাপ-উদ্বেগ ৷ এমন পরিস্থিতিতে চিন সেনার আক্রমণের মোকাবিলা করতে প্রয়োজনীয় যেকোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে বলে খবর ৷
advertisement
অস্ত্রশস্ত্র সহ চিনা ফৌজেরও তৎপরতা বেড়েছে সীমান্তে ৷  পাশাপাশি, ভারত-চিন সীমান্ত তথা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আগেই সেনাকে সতর্ক থাকার বার্তা দিয়েছিল কেন্দ্র ৷ যুদ্ধ সাজে প্রস্তুত ভারতীয় সেনাও ৷ ৩৫০০ কিমি চিন সীমায় কড়া নজর রেখেছে জওয়ানেরা ৷ সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে বায়ুসেনাকেও ৷  উল্লেখ্য, মিগ, হারকিউলিস, মিরাজ, সুখোই বিমান প্রস্তুত এলএসি-র ফরওয়ার্ড বেসে ৷ ইতিমধ্যেই লেহ-র আকাশে দেখা গিয়েছে অ্যাপাচে কপ্টারও। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বায়ুসেনার চন্ডীগড় বেস থেকে পাঠানো হয়েছে চিনুক হেলিকপ্টারকেও ৷ অর্থাৎ এবার লালসেনা ভারতীয় জওয়ানদের উদ্দেশে একটা ইটও ছুঁড়লে তৎক্ষণাৎ পাটকেলে জবাব দিতে প্রস্তুত ভারতীয় জওয়ানেরাও ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ইটের বদলে পাটকেল, চিনের সেনাকে ‘উচিত শিক্ষা’ দিতে ভারতীয় জওয়ানদের পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র: সূত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement