আর্জেন্টিনার হার মানতে না পেরে ‘সুইসাইড নোট’ লিখে নিখোঁজ মেসি ভক্ত

Last Updated:
#কোট্টেয়াম: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার হার মেনে নিতে পারেননি অনেকেই। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে চরম হতাশা ৷ প্রিয় দলের হার মানতে পারলেন না কেরলের বাসিন্দা বছর তিরিশের দিনু অ্যালেক্স ৷ আর্জেন্টিনার লজ্জাজনক হারের কয়েক ঘণ্টার মধ্যে ‘সুইসাইড নোট’ লিখে ঘর থেকে নিখোঁজ দিনু অ্যালেক্স নামের এক যুবক।
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। দুটো ম্যাচেই খারাপ পারফর্ম করেছেন দলের তারকা মেসি। বিষয়টি এমন জায়গাই পৌঁছেছে যে গ্রুপ লিগ থেকেই বিশ্বকাপ সফর শেষ হতে পারে মেসিদের। আর্জেন্টিনার বিশ্বকাপে এগিয়ে যাওয়া এখন অনেকটাই নির্ভর করছে নিজের গ্রুপের অন্য দলগুলির উপর। একজন মেসি-ভক্ত হিসেবে এই হার নিতে পারেননি কেরালার কোট্টায়ামের দিনু। ম্যাচের পরদিন সকাল থেকেই নিখোঁজ কেরালার এই যুবক। তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।
advertisement
মালয়ালম ভাষার সুইসাইড নোটটিতে লেখা রয়েছে, গোটা কেরলকে হতাশ করেছেন মেসি, এই ফলাফলের পর বেঁচে থাকার আর কোনও কারণ খুঁজে পাচ্ছি না ৷ এই জগতে আমার দেখার জন্য আর কিছু রইল না। আমি মৃত্যুর গভীরের দিকে চললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
advertisement
এই সুইসাইড নোটটি দিনুর বাবা আর্জেন্টিনা ম্যাচের পরদিন ছেলের ঘর থেকে খুঁজে পান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। নিখোঁজ দিনুর জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, হারের শোকে নদীতে ঝাঁপ দিয়েছেন কেরালার কোট্টেয়ামের যুবক। এখনও তাঁর খোঁজ চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
আর্জেন্টিনার হার মানতে না পেরে ‘সুইসাইড নোট’ লিখে নিখোঁজ মেসি ভক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement