#AkashShlokaWedding: আকাশ আম্বানির বিয়ে, ‘কৃ্ষ্ণ’ থিমে সেজেছে অ্যান্টিলা, দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ ছোটবেলার বান্ধবী শ্লোকা মেহতার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন আকাশ আম্বানি ৷
হিরে ব্যবসায়ী রাসেল মেহতা এবং মোনা মেহতার ছোট মেয়ে শ্লোকা। রোজি ব্লু ডায়মন্ডস এবং ওর্রা এই দুটি ব্র্যান্ডের মালিক রাসেল মেহতা। শ্লোক ছাড়াও রাসেল এবং মোনার পরিবারে আরেক কন্যা এবং পুত্র রয়েছেন। দিয়া এবং বিরাজ দুজনের পরেই মেহতা দম্পতির সংসারে আসে শ্লোকা। শ্লোকা এখন ২৭ বছরের। মুম্বইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে দুজনের পরিচয়। আর সেখান থেকেই প্রেম।
advertisement
আকাশ ও শ্লোকার বিয়ের জন্য অ্যান্টিলা অর্থাৎ আম্বানি নিবাস সেজে উঠেছে অসাধারণভাবে ৷ বিয়ের থিম ‘কৃষ্ণ’৷ জাপান থেকে আনা হয়েছে বহু মূল্যবান ফুল ৷ তা দিয়েই কৃষ্ণ, ময়ূর কিংবা হাতি বানানো হয়েছে ৷ এর পাশাপাশি মূল ফটকও সেজে উঠেছে ফুলে ফুলে ৷
advertisement
Location :
First Published :
March 09, 2019 6:28 PM IST