‘যৌনতায় সক্ষম’, প্রমাণ করতে এই যুবক যা করলেন জানলে চমকে উঠবেন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
#হায়দরাবাদ: অভিযোগ উঠেছিল তিনি নাকি নপুংসক ৷ এমনকি তাঁর যৌনক্ষমতা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শারীরিক সম্পর্ক স্থাপনে অক্ষম এই অভিযোগ তুলে হায়দরাবাদ নিবাসী বিভাবসুর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী অনুশা ৷ সেই অভিযোগ মানতে না পেরে বিভাবসু যে পদক্ষেপ নেন তাতে চমকে উঠেছেন সকলে ৷ শুধু তাই নয়, স্ত্রীর এমন অভিযোগকে ভুল প্রমাণ করতে গিয়ে শ্রীঘরে স্থান হয়েছে হায়দরাবাদের লাল বাহাদুর নগরের যুবকের ৷
২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
আরও পড়ুন
advertisement
পৌরুষের প্রমাণ দিতে অন্য এক নারীর সঙ্গে যৌন সঙ্গমরত অবস্থায় নিজের ভিডিও বানান ওই যুবক ৷ পরে সেই পর্ণগ্রাফিক ভিডিও তিনি নিজের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন ৷ সেই ভিডিও পৌঁছায় অনুশার বাবা-মা ও পিসির কাছে ৷ অনুশার পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি অপরাধ আইনে গ্রেফতার করা হয়েছেন বিভাবসু ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2018 9:08 AM IST