Telangana Rain: গভীর নিম্নচাপে আকাশে ঘন কালো মেঘ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্র-তেলঙ্গানা, দুর্যোগের বলি কমপক্ষে ২০ জন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানার একাধিক নদী৷ জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য শরণার্থী শিবির তৈরি করেছে৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা৷
তেলঙ্গানা: টানা দু’দিন ধরে চরম বৃষ্টি৷ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা৷ ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে নানা ঘটনা মিলিয়ে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ সড়ক এবং রেল পরিবহণও উল্লেখযোগ্যভাবে বিপর্যস্ত৷ বন্ধ স্কুল৷ বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার আর্জি জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভনাথ রেড্ডি৷
গত রবিবার, অর্থাৎ, ১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির জেরে ৯৯টি ট্রেন বাতিল করা হয়েছিল৷ ৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল হয়৷ রেললাইন জলে ডুবে যাওয়ার কারণে ৫৪টি ট্রেনের রুট বদল করা হয়৷
টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানার একাধিক নদী৷ জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য শরণার্থী শিবির তৈরি করেছে৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর
শুধু তাই নয়, জানা গিয়েছ, আজ, সোমবার ২ সেপ্টেম্বরও একইভাবে চলবে এই বৃষ্টি৷ ভারতের আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলীয় অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ যার জেরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ওই অঞ্চলে৷ তবে বর্তমানে ওই নিম্নচাপ অবস্থানে খানিকটা উত্তর-পশ্চিমে সরে কলিঙ্গপতনমের কাছে চলে এসেছে৷ বর্তমানে তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে৷ বিশাখাপত্তনম থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মালকানগিরি থেকে ১২০ কিমি পূর্বে৷
advertisement
আরও পড়ুন: রাতারাতি বাড়বে গ্লো! অ্যালোভেরার সঙ্গে মেশান ৩ জিনিস, এবার বাড়িতেই ম্যাজিকাল সিরাম
আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘দক্ষিণ ওড়িশা থেকে উত্তর-পশ্চিম ঘেঁষে পশ্চিমে দক্ষিণ ছত্তিশগড়ের কাছে যাওয়ার পথে নিম্নচাপটি দুর্বল হবে৷ আগামী ২৪ ঘণ্টা নিম্নচাপের প্রভাব বজায় থাকবে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 02, 2024 9:56 AM IST