#নয়াদিল্লি: মৃত ছেলে ফিরে আসবে শীঘ্রই৷ এক তান্ত্রিক তাঁকে বলেছিল৷ বিশ্বাসে ছেলের কবরের পাশে ৩৮ দিন কাটালেন বাবা৷ মৃত ছেলেকে ফেরাতে তান্ত্রিককে দিয়েছেন ৭ লক্ষ টাকা৷ কিন্তু পুরো টাকাই জলে৷ ছেলে তো জীবন্ত হয়ে ওঠেইনি, পুলিশ এসে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করেছে৷
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের নেল্লোরের৷ ৫৬ বছরের থুপ্পাকুলা রামুকে তান্ত্রিক বুঝিয়েছিল, সে তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷ তার জন্য ৭ লক্ষ টাকা নেয় ওই তান্ত্রিক৷ টাকা তান্ত্রিকের হাতে তুলে দেওয়ার পর ছেলের কবরের পাশে বসে থাকা শুরু করেন৷
রামুর ছেলে টি শ্রীনিবাসুলু (২৬) তিরুপতির হাসপাতালে সোয়াইন ফ্লু দিনের পর দিন৷ টানা ৩৮ দিন কবরের পাশে কাটানোর পর পুলিশ খবর পেয়ে রামুকে নিয়ে যায়৷ ২০১৪ সালে মারা গিয়েছিলেন রামুর ছেলে৷
রামু পুলিশকে জানিয়েছে, তান্ত্রিক তাঁকে বলেছিল ৪১ দিন টানা ছেলের কবরের পাশে বসে থাকলেই নাকি ছেলে ফিরে আসবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।