#News18IPSOSExitPoll: অন্ধ্রপ্রদেশে ভালো ফল করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু, সমানে টক্কর YSR -র
Last Updated:
#নয়াদিল্লি : সপ্তম দফার ভোটগ্রহণও শেষ৷ আর চারদিনই পরই ঘোষিত হতে চলেছে দেশের ৫৪২টি লোকসভা আসনের ফলাফল৷ ভোটপর্ব মিটতেই প্রকাশিত হল News18IPSOS-র বুথফেরত সমীক্ষার ফল৷
অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডে ভোটগ্রহণ হয় এক দফায়৷ তিন রাজ্যেই ভোটগ্রহণ ছিল ১১ এপ্রিল৷ News18IPSOSE-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী দক্ষিণের অন্ধ্রপ্রদেশে ফেডারেল ফ্রন্টের অন্যতম মুখ চন্দ্রবাবু নাইডুর ফলাফল বেশ আশাব্যঞ্জক৷
এর মধ্যে প্রথম দফায় ভোট শেষ করা অন্ধ্রপ্রদেশে মোট মোট আসন ২৫টি৷ News18IPSOSE-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি পেতে চলেছে ১০-১২টি আসন৷ জগনমোহন রেড্ডির ওয়াই এস আর পার্টি পেতে চলেছে ১৩-১৪টি আসন৷ বিজেপি পেতে পারে ১টি আসন৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2019 6:52 PM IST