#News18IPSOSExitPoll: অন্ধ্রপ্রদেশে ভালো ফল করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু, সমানে টক্কর YSR -র

Last Updated:
#নয়াদিল্লি : সপ্তম দফার ভোটগ্রহণও শেষ৷ আর চারদিনই পরই ঘোষিত হতে চলেছে দেশের ৫৪২টি লোকসভা আসনের ফলাফল৷ ভোটপর্ব মিটতেই প্রকাশিত হল News18IPSOS-র বুথফেরত সমীক্ষার ফল৷
অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও উত্তরাখণ্ডে ভোটগ্রহণ হয় এক দফায়৷ তিন রাজ্যেই ভোটগ্রহণ ছিল ১১ এপ্রিল৷ News18IPSOSE-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী দক্ষিণের অন্ধ্রপ্রদেশে ফেডারেল ফ্রন্টের অন্যতম মুখ চন্দ্রবাবু নাইডুর ফলাফল বেশ আশাব্যঞ্জক৷
এর মধ্যে প্রথম দফায় ভোট শেষ করা অন্ধ্রপ্রদেশে মোট মোট আসন ২৫টি৷ News18IPSOSE-র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি পেতে চলেছে ১০-১২টি আসন৷ জগনমোহন রেড্ডির ওয়াই এস আর পার্টি পেতে চলেছে ১৩-১৪টি আসন৷ বিজেপি পেতে পারে ১টি আসন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
#News18IPSOSExitPoll: অন্ধ্রপ্রদেশে ভালো ফল করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু, সমানে টক্কর YSR -র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement