Bihar Assembly Election Results: জেলে থেকেই জয়ের হ্যাটট্রিক, ভোটে জিতেও কি বিধায়ক হতে পারবেন বিহারের বাহুবলী অনন্ত সিং? জানুন কী বলছে আইন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৫ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন তিনি৷ ২০২০ সালে আরজেডি-র টিকিটে জয়ী হন তিনি৷ ২০২৫ সালে জেডিইউ-এর টিকিটে ভোটে লড়েন অনন্ত সিং৷
বিহারের বিধানসভা নির্বাচনে একপেশে জয়ের পথে এগোচ্ছে এনডিএ জোট৷ মোকামা কেন্দ্র থেকে জয় নিশ্চিত করে ফেলেছেন জেডিইউ-এর জেলবন্দি প্রার্থী অনন্ত সিংও৷ বিহারের বাহুবলী এই নেতা পর পর তিনটি নির্বাচনে দল বদল করেও মোকামা নিজের দখলেই রেখে দিলেন৷
২০১৫ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন তিনি৷ ২০২০ সালে আরজেডি-র টিকিটে জয়ী হন তিনি৷ ২০২৫ সালে জেডিইউ-এর টিকিটে ভোটে লড়েন অনন্ত সিং৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আরজেডি প্রার্থী, তাঁর বিরোধী গ্যাংয়ের মাথা সুরজভান সিং-এর থেকে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে ছিলেন অনন্ত সিং৷
মোকামার বাহুবলী অনন্ত সিংয়ের বিরুদ্ধে খুন সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে৷ এই মুহূর্তে বেউর জেলে বন্দি রয়েছেন তিনি৷ প্রশ্ন হল, ভোটে জিতলেও কি জেলবন্দি অবস্থায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারবেন তিনি?
advertisement
advertisement
অনন্ত সিং মোকামার বাহুবলী হিসেবেই পরিচিত৷ তাঁর বিরুদ্ধে অন্তত ৫০টি খুনের মামলা, খুনের চেষ্টার অভিযোগ, অপহরণ, তোলাবাজি, জমি দখলের মতো অভিযোগ রয়েছে৷ এ ছাড়াও অস্ত্র আইনেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ ১৯৭৯ সাল থেকে গত চার দশক ধরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে৷
এত অভিযোগ থাকা সত্ত্বেও মোকামায় অনন্ত সিংয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী৷ স্বজাতি এবং সম্প্রদায়ের মানুষের কাছে তিনি রক্ষাকর্তা হিসেবেই পরিচিত৷ বিহারের বাহুবলী রাজনীতির মুখ তিনি৷ তাঁর এই রবিনহুড ভাবমূর্তিই রাজনীতিতে অনন্ত সিং-এর সাফল্যের বড় কারণ৷
advertisement
২০০৭ সালে অনন্ত সিং-এর বিরুদ্ধে সাংবাদিকদেরই বন্দি করে রাখার অভিযোগ উঠেছিল৷ সেবারই প্রথম বাহুবলী নেতা হিসেবে তাঁর নাম সামনে আসে৷ রেশমা খাতুন নামে এক মহিলার খুনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় অনন্ত সিং-কে প্রশ্ন করতে গিয়েছিলেন ওই সাংবাদিকরা৷
এ বছরই বিহার নির্বাচনের ঠিক আগে গত ৩০ অক্টোবর জন সুরজ পার্টির নেতা দুলারচাঁদ যাদবের রহস্যজনক মৃত্যু হয়৷ ময়নাতদন্তের রিপোর্টে তাঁর বুকে ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাতের কথা উল্লেখ করা হয়৷ প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গত ২ নভেম্বর অনন্ত সিং-কে গ্রেফতার করা হয়৷ যদিও তিনি এই ঘটনায় যুক্ত নন বলে দাবি করেন সিং৷
advertisement
তবে জেলে থাকলেও আপাতত অনন্ত সিং-এর বিধায়ক হতে বাধা নেই৷ ভারতীয় আইনে একমাত্র দোষী সাব্যস্ত হলে এবং দু বছর অথবা তার বেশি সাজাপ্রাপ্তরা জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন না৷
তবে জনপ্রতিনিধি আইনে বিচারাধীন প্রার্থীদের ভোটে লড়াইয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই৷ বিচারাধীন প্রার্থীরা আদালতের অনুমতি নিয়ে জনপ্রতিনিধি হিসেবে শপথও নিতে পারেন৷ অনন্ত সিং ভোটে জয়ী হলে শপথগ্রহণের জন্য তাঁকে প্যারোলে অথবা অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে আসতে হবে৷ তবে যতদিন না পর্যন্ত তাঁর দু বছর অথবা তার বেশি সাজা হচ্ছে, তার আগে পর্যন্ত বিধায়ক হতে কোনও বাধা নেই তাঁর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 2:41 PM IST

