Bihar Assembly Election Results: জেলে থেকেই জয়ের হ্যাটট্রিক, ভোটে জিতেও কি বিধায়ক হতে পারবেন বিহারের বাহুবলী অনন্ত সিং? জানুন কী বলছে আইন

Last Updated:

২০১৫ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন তিনি৷ ২০২০ সালে আরজেডি-র টিকিটে জয়ী হন তিনি৷ ২০২৫ সালে জেডিইউ-এর টিকিটে ভোটে লড়েন অনন্ত সিং৷

মোকামা থেকে এবারেও জয়ের পথে অনন্ত সিং৷
মোকামা থেকে এবারেও জয়ের পথে অনন্ত সিং৷
বিহারের বিধানসভা নির্বাচনে একপেশে জয়ের পথে এগোচ্ছে এনডিএ জোট৷ মোকামা কেন্দ্র থেকে জয় নিশ্চিত করে ফেলেছেন জেডিইউ-এর জেলবন্দি প্রার্থী অনন্ত সিংও৷ বিহারের বাহুবলী এই নেতা পর পর তিনটি নির্বাচনে দল বদল করেও মোকামা নিজের দখলেই রেখে দিলেন৷
২০১৫ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন তিনি৷ ২০২০ সালে আরজেডি-র টিকিটে জয়ী হন তিনি৷ ২০২৫ সালে জেডিইউ-এর টিকিটে ভোটে লড়েন অনন্ত সিং৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আরজেডি প্রার্থী, তাঁর বিরোধী গ্যাংয়ের মাথা সুরজভান সিং-এর থেকে প্রায় ১১ হাজার ভোটে এগিয়ে ছিলেন অনন্ত সিং৷
মোকামার বাহুবলী অনন্ত সিংয়ের বিরুদ্ধে খুন সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে৷ এই মুহূর্তে বেউর জেলে বন্দি রয়েছেন তিনি৷ প্রশ্ন হল, ভোটে জিতলেও কি জেলবন্দি অবস্থায় বিধায়ক হিসেবে শপথ নিতে পারবেন তিনি?
advertisement
advertisement
অনন্ত সিং মোকামার বাহুবলী হিসেবেই পরিচিত৷ তাঁর বিরুদ্ধে অন্তত ৫০টি খুনের মামলা, খুনের চেষ্টার অভিযোগ, অপহরণ, তোলাবাজি, জমি দখলের মতো অভিযোগ রয়েছে৷ এ ছাড়াও অস্ত্র আইনেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ ১৯৭৯ সাল থেকে গত চার দশক ধরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে৷
এত অভিযোগ থাকা সত্ত্বেও মোকামায় অনন্ত সিংয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী৷ স্বজাতি এবং সম্প্রদায়ের মানুষের কাছে তিনি রক্ষাকর্তা হিসেবেই পরিচিত৷ বিহারের বাহুবলী রাজনীতির মুখ তিনি৷ তাঁর এই রবিনহুড ভাবমূর্তিই রাজনীতিতে অনন্ত সিং-এর সাফল্যের বড় কারণ৷
advertisement
২০০৭ সালে অনন্ত সিং-এর বিরুদ্ধে সাংবাদিকদেরই বন্দি করে রাখার অভিযোগ উঠেছিল৷ সেবারই প্রথম বাহুবলী নেতা হিসেবে তাঁর নাম সামনে আসে৷ রেশমা খাতুন নামে এক মহিলার খুনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় অনন্ত সিং-কে প্রশ্ন করতে গিয়েছিলেন ওই সাংবাদিকরা৷
এ বছরই বিহার নির্বাচনের ঠিক আগে গত ৩০ অক্টোবর জন সুরজ পার্টির নেতা দুলারচাঁদ যাদবের রহস্যজনক মৃত্যু হয়৷ ময়নাতদন্তের রিপোর্টে তাঁর বুকে ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাতের কথা উল্লেখ করা হয়৷ প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গত ২ নভেম্বর অনন্ত সিং-কে গ্রেফতার করা হয়৷ যদিও তিনি এই ঘটনায় যুক্ত নন বলে দাবি করেন সিং৷
advertisement
তবে জেলে থাকলেও আপাতত অনন্ত সিং-এর বিধায়ক হতে বাধা নেই৷ ভারতীয় আইনে একমাত্র দোষী সাব্যস্ত হলে এবং দু বছর অথবা তার বেশি সাজাপ্রাপ্তরা জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন না৷
তবে জনপ্রতিনিধি আইনে বিচারাধীন প্রার্থীদের ভোটে লড়াইয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই৷ বিচারাধীন প্রার্থীরা আদালতের অনুমতি নিয়ে জনপ্রতিনিধি হিসেবে শপথও নিতে পারেন৷ অনন্ত সিং ভোটে জয়ী হলে শপথগ্রহণের জন্য তাঁকে প্যারোলে অথবা অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে আসতে হবে৷ তবে যতদিন না পর্যন্ত তাঁর দু বছর অথবা তার বেশি সাজা হচ্ছে, তার আগে পর্যন্ত বিধায়ক হতে কোনও বাধা নেই তাঁর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election Results: জেলে থেকেই জয়ের হ্যাটট্রিক, ভোটে জিতেও কি বিধায়ক হতে পারবেন বিহারের বাহুবলী অনন্ত সিং? জানুন কী বলছে আইন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement