Anant Ambani-Radhika Merchant Wedding: বিয়ের মণ্ডপে ঢুকতেই উচ্ছ্বাস মা নীতার, রাধিকা দিলেন বিশেষ প্রতিশ্রুতি, পাল্টা কী বললেন অনন্ত?

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: হাসি মুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন অনন্ত। তাঁর সঙ্গে জমকালো পোশাক পরা বয় স্কোয়াড। মণ্ডপে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন মুকেশ আম্বানি।

বিয়ের মণ্ডপে ঢুকতেই উচ্ছ্বাস মা নীতার, রাধিকা দিলেন বিশেষ প্রতিশ্রুতি, পাল্টা কী বললেন অনন্ত?
বিয়ের মণ্ডপে ঢুকতেই উচ্ছ্বাস মা নীতার, রাধিকা দিলেন বিশেষ প্রতিশ্রুতি, পাল্টা কী বললেন অনন্ত?
মুম্বই: শুক্রবার সন্ধ্যায় তারকা খচিত জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিবাহ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাসি মুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন অনন্ত। তাঁর সঙ্গে জমকালো পোশাক পরা বয় স্কোয়াড। মণ্ডপে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন মুকেশ আম্বানি।
মণ্ডপে তখন বাজছে আধ্যাত্মিক গীত। চারদিকে পবিত্র পরিবেশ। সেই মুহূর্তে বয় স্কোয়াড নিয়ে প্রবেশ করলেন অনন্ত। তাঁর জন্য অপেক্ষা করছিল গোটা আম্বানি পরিবার। হাসি মুখে তাঁদের দিকে এগিয়ে গেলেন অনন্ত। তাঁকে অভ্যর্থনা জানালেন নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেই ছবি।
advertisement
advertisement
বাবা মুকেশ আম্বানি ও কাকা অনিল আম্বানির সঙ্গে বিয়ের মূল মণ্ডপে পৌঁছন অনন্ত। মঞ্চের দিকে যাওয়ার সময় দেখা হয় উদ্ধব ঠাকরের সঙ্গে। দু’জন করমর্দন করেন। অন্য দিকে, বিয়ের মণ্ডপে রাধিকার প্রবেশও ছিল সমান চটকদার। নববধূর সাজে মণ্ডপে পা রাখতেই হর্ষধ্বনিতে ফেটে পড়েন আমন্ত্রিত অতিথিরা। হাততালি দিয়ে অভ্যর্থনা জানান তাঁকে।মঞ্চে দাঁড়িয়ে উপ্সথিত অতিথিদের সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন অনন্ত-রাধিকা। লিখিত প্রতিশ্রুতি বিনিময় করেন দু’জন। অনন্ত রাধিকার সঙ্গে মিলে স্বপ্নের বাড়ি বানানোর কথা বলেন। রাধিকা জানান, ভালবাসায় মোড়া থাকবে সেই বাড়ি।
advertisement
আবেগমথিত গলায় রাধিকা বলেন, “আমাদের বাড়ি শুধু চার দেওয়ালের ঘর নয়, সেটা হল আমাদের ভালবাসা, আমাদের মিলনের অনুভূতি। আমরা যেখানে আছি, আমরা দু’জন যেখানে থাকব, সেটাই হয়ে উঠবে আমাদের বাড়ি।“এই কথা শুনে অনন্ত বলেন, “রাধিকা, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসঙ্গে আমাদের স্বপ্ন দিয়ে বাড়ি তৈরি করব। হ্যাঁ, সেই বাড়ি শুধু চার দেওয়ালের ঘর নয়, সেটা হবে আমাদের আবেগ, আমাদের ভালবাসা, সে আমরা যেখানেই থাকি না কেন।“
advertisement
প্রসঙ্গত, গত সপ্তাহে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় মামেরু অনুষ্ঠানের মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানের শুরু হয়। গতকাল ছিল শুভ বিবাহ। সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। অনুষ্ঠানের ড্রেস কোড ছিল চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের। সমস্ত অনুষ্ঠান বিকেসির জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে।
advertisement
বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড ও হলিউডের তারকারা। ছিলেন জন সিনা, কিম কার্দাশিয়ান, খলো কার্দাশিয়ান, সলমন খান, শাহরুখ খান, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, জাহ্নবী কাপুর এবং অন্যান্যরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: বিয়ের মণ্ডপে ঢুকতেই উচ্ছ্বাস মা নীতার, রাধিকা দিলেন বিশেষ প্রতিশ্রুতি, পাল্টা কী বললেন অনন্ত?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement