Viral Video: রোবটের গতিকেও হার মানাবেন এই 'ধোসাম্যান', আনন্দ মাহিন্দ্রার ভিডিও ভাইরাল! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এককথায় মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়েছেন 'ধোসাম্যান'।
#নয়াদিল্লি: বিদ্যুতের গতিতে তৈরি হচ্ছে মশালা ধোসা। খুন্তি দিয়ে পটাপট কেটে সেটি কায়দায় বসিয়ে দিচ্ছেন প্লেটে। আর সেটি একপ্রকার উড়ে গিয়ে পড়ছে ক্রেতার হাতে। এমনই অদ্ভূত ভিডিও শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নজর কেড়েছে নেটিজেনের। এককথায় মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়েছেন 'ধোসাম্যান'।
ট্যুইটারে রাস্তার ধারের দোকানে এক ধোসা বিক্রেতার ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। ক্যাপশনে তাঁর কাজের বর্ণনা দিতে গিয়ে আনন্দ লিখেছেন, 'এই ভদ্রলোক রোবটকেও হার মানিয়েছেন... আমি ওঁকে দেখে ক্লান্ত, এবং খিদেও পেয়েছে ভীষণ'। ২৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে গরম কড়াইয়ের উপর একের পর এক ধোসা তৈরি করে ঝড়ের গতিতে সেগুলি পরিবেশন করার ক্ষমতা দেখিয়েছেন এই বিক্রেতা। যা মুগ্ধ করেছে আনন্দ মাহিন্দ্রাকেও।
advertisement
This gentleman makes robots look like unproductive slowpokes… I’m tired just watching him…and hungry, of course.. pic.twitter.com/VmdzZDMiOk
— anand mahindra (@anandmahindra) August 17, 2021
advertisement
মাঝে মাঝেই দেশকে অনুপ্রেরণা দেয় এমন নানা প্রান্তের মানুষের কথা ট্যুইটারে শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা। এবার তেমনই এক 'ধোসাম্যানের' অসামান্য দক্ষতার ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিও স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে ২.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি। অনেকেই বলছেন, এভাবে এমন সুস্বাদু ধোসা বানানো দেখে যেন খিদে পেয়ে যাচ্ছে।
advertisement
This gentleman makes robots look like unproductive slowpokes… I’m tired just watching him…and hungry, of course.. pic.twitter.com/VmdzZDMiOk
— anand mahindra (@anandmahindra) August 17, 2021
Look at the man catching his throws with sheer perfection. He too deserves an applause!
— Shivam Bhatt (@_ShivamBhatt) August 17, 2021
advertisement
Famous 'Muttu Dosa Corner' which serves delicious Masala/ Mysore Masala Dosa.The unique swag of the owner while serving the dosa. Inspired from South Indian superstar Rajinikath,owner of the stall can be seen preparing one dosa after another in a mind-blowing speed. pic.twitter.com/HDvgekfO1j
— Manoj K Jha aka Manu 😷 (@manojgjha) August 17, 2021
advertisement
মাইসোরের বিখ্যাত মুত্তু ধোসা কর্নারের মালিক এই ব্যক্তি। অসাধারণ গতির জন্যই এলাকায় দারুণ নামডাক রয়েছে এই বিক্রেতার। খদ্দেররা শুধু ধোসা খেতেই না, ধোসা তৈরি দেখতেও পৌঁছে যান এই দোকানে। আপনিও একবার চেখে দেখবেন নাকি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2021 5:41 PM IST