লোকাল ট্রেনে ওঠার আগে প্রণাম, যুবকের ছবি শেয়ার করে দেশের আত্মা চেনালেন আনন্দ মাহিন্দ্রা!

Last Updated:

ছবিতে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকাল ট্রেন। আর তার দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এক যুবক।

#নয়া দিল্লি: লকডাউনে সংক্রমণ রুখতে বন্ধ হয়ে গিয়েছিল মুম্বইয়ের লোকাল ট্রেন। যে ট্রেন মুম্বইবাসীর লাইফলাইন, তা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষের রুজি-রুটিতে টান পড়ে। সমস্ত করোনা বিধি মেনে দীর্ঘ ১১ মাস পর ১ ফেব্রুয়ারি ট্রেন চালু হয়। লোকাল ট্রেন চলা শুরু হতেই রীতিমতো উচ্ছ্বসিত সাধারণত মানুষ। যার একটি ছবিও প্রকাশ্যে আসে ক'দিন আগে।
ছবিতে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকাল ট্রেন। আর তার দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এক যুবক। দেখলে মনে হবে কোনও মন্দিরের দরজায় প্রণাম করছেন তিনি। আসলে যাঁদের জীবিকা এই ট্রেনের সঙ্গে জড়িত, তাঁদের কাছে এই লোকাল ট্রেনই তো ভগবান!
এই ছবিটি ভাইরাল হয় নেটদুনিয়ায়। বোঝা যায়, এই লাইফলাইনের সঙ্গে মুম্বইনিবাসী মানুষজনের আবেগ কতটা জড়িয়ে! বহু মানুষ ছবিটি শেয়ার করেন। এক একজনের গল্পে উঠে আসে এক এক কাহিনী। উঠে আসে লকডাউনের সময়কার অনেক কথাও।
advertisement
advertisement
এদেরই মধ্যে রয়েছেন Mahindra গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। তিনিও ছবিটি শেয়ার করেন তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে। ক্যাপশনে লেখেন, ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই রেল পরিষেবা, আমি প্রার্থনা করি, যাতে আমরা একে কখনওই না হারিয়ে ফেলি।
advertisement
ছবিটি কোথা থেকে শেয়ার হয়েছিল, কে শেয়ার করেছিলেন আসলে, তা জানা যায়নি। তবে, গতকাল এই ছবিটি প্রচুর শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে। যেহেতু ১১ মাস লোকাল ট্রেন বন্ধ ছিল, তাই ট্রেন ফের চলায় যথেষ্ট আবেগতাড়িত এখানকার মানুষ। একজন রিট্যুইট করে ছবিটির ক্যাপশনে লেখেন, মুম্বইনিবাসী অনেকের জন্যই লোকাল ট্রেন ভগবানের মতো!
advertisement
ছবিটি শেয়ার করে বিখ্যাত লেখক দেবদূত পট্টনায়ক (Devdutt Pattanaik) লেখেন, ছবিটা যে কী বোঝাচ্ছে, তা শুধু একজন মুম্বইনিবাসীই বুঝতে পারবেন।
h
advertisement
আরেকজন লেখেন, কেউ যদি আপনাকে মুম্বইয়ের লোকাল সম্পর্কে জিজ্ঞাসা করে কখনও, তাঁকে এটা দেখিয়ে দেবেন। কলকাতার মতোই শহরতলির সঙ্গে যোগাযোগ রক্ষায় লোকাল ট্রেন মুম্বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম৷ লকডাউনের ফাঁস কাটিয়ে ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হলেও এতদিন মুম্বইয়ে লোকাল চালুর অনুমতি দেওয়া হয়নি৷ লোকাল ট্রেনের চাকা গড়ানোর অপেক্ষায় মুম্বইবাসী কতটা ব্যাকুল হয়ে উঠেছিল, এই একটি ছবি তারই বহিঃপ্রকাশ!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকাল ট্রেনে ওঠার আগে প্রণাম, যুবকের ছবি শেয়ার করে দেশের আত্মা চেনালেন আনন্দ মাহিন্দ্রা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement