'আমার পরিবারেই ৯ জন ভোটার, ভোট পেলাম ৫টা,' বলেই হাউ হাউ করে কেঁদে উঠলেন প্রার্থী, দেখুন

Last Updated:

না, তার জন্য কোনও আক্ষেপ নেই নিতুর৷ কান্নাকাটিও করছেন না, ৫টি ভোট পাওয়ায়৷ তিনি কাঁদছেন, অন্য কারণে৷ জল গড়িয়ে যাওয়া চোখ মুছতে মুছতে সাংবাদিকদের জানালেন৷

#জলন্ধর: গোটা দেশ যখন মোদি-সুনামিতে ভাসছে, তখন এক ব্যক্তি নীরবে কাঁদছেন৷ ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছেন ক্রমাগত৷ তিনিও একজন লোকসভা ভোট প্রার্থী ছিলেন৷ জলন্ধর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে৷ নাম নিতু সাটার্নওয়ালা৷ রেজাল্ট বেরতে দেখলে, তিনি ৫টি ভোট পেয়েছেন৷
না, তার জন্য কোনও আক্ষেপ নেই নিতুর৷ কান্নাকাটিও করছেন না, ৫টি ভোট পাওয়ায়৷ তিনি কাঁদছেন, অন্য কারণে৷ জল গড়িয়ে যাওয়া চোখ মুছতে মুছতে সাংবাদিকদের জানালেন৷ আসলে নিতুর পরিবারে সদস্যসংখ্যা ৯৷ তিনি পেয়েচেন ৫টি ভোট৷ কাঁদতে কাঁদতে নিতু বললেন, 'খারাপ লাগছে, আমার পরিবারের লোকরাই সবাই মিলে আমায় ভোট দিল না৷ আমার পরিবারই আমার পাশে নেই, বোঝা গেল৷'
advertisement
advertisement
পরিবারকে দোষারোপের পাশাপাশি ইভিএম কারচুপিরও অভিযোগ তুলেছেন তিনি৷ তাঁর দাবি, পরিবারের লোক বিশ্বাসঘাতকতা না-করলে ও ইভিএম কারচুপি না-হলে, তিনি আরও অনেক ভোট পেতেন৷ তাঁর কথায়, 'যখন আপনার পরিবারই আপনার পাশে না-থাকে, তা হলে বাইরের লোককে পাশে পাওয়ার আশা কী করে করব?'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমার পরিবারেই ৯ জন ভোটার, ভোট পেলাম ৫টা,' বলেই হাউ হাউ করে কেঁদে উঠলেন প্রার্থী, দেখুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement