ব্যাঙ্ক চেয়েছিল KYC, NPR আতঙ্কে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই ফাঁকা করে দিল গোটা গ্রাম
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
নথি জমা দেওয়ার বদলে ওই ব্যাঙ্কে যত জনের অ্যাকাউন্ট ছিল সবাই সব টাকা তুলে নেয় ৷
#চেন্নাই: KYC ডকুমেন্ট চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাতেই হল বিপত্তি ৷ নথি জমা দেওয়ার বদলে ওই ব্যাঙ্কে যত জনের অ্যাকাউন্ট ছিল সবাই সব টাকা তুলে নেয় ৷ তামিলনাড়ুর থুথুকোডি জেলার কয়ালপট্টিনামে ঘটেছে এমনই ঘটনা ৷ জানা গিয়েছে, KYC আপডেট প্রক্রিয়াকে NPR প্রক্রিয়া ভেবে সেই আতঙ্কে কয়ালপট্টিনামের বাসিন্দারা ওই ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নেন ৷
১১ জানুয়ারি তামিল খবরের কাগজে বেরনো ওই বিজ্ঞাপন দেখেই চক্ষু চড়কগাছ মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত কয়ালপট্টিনামের ৷ বিভ্রান্তির উৎস, বিজ্ঞাপনে কেওয়াই জমা দিতে বলার সঙ্গে NPR কথার উল্লেখ ৷ বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরের দিনই এনপিআর অর্থাৎ National Population Register -এর জুজুতে প্রায় ব্যাঙ্কে টাকা তুলে নেওয়ার লম্বা লাইন পড়ে যায় ৷ মুখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ৷ ২০ থেকে ২২ জানুয়ারি লোকেরা উদভ্রান্তের মতো তাদের অ্যাকাউন্ট সমস্ত টাকা তুলে নেয় ৷ ব্যাঙ্ক সূত্রে খবর, এই কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক থেকে ৪ কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে ৷
advertisement
সেন্ট্রাল ব্যাঙ্কের ওই শাখা থেকে এক ধাক্কায় বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে ৷ আতঙ্ক কাটাতে মাইকে প্রচার থেকে পোস্টারিং সবই চলছে ৷ এমনকি ব্যাঙ্ককর্মীরা ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করলেও তেমন সুফল মেলেনি ৷ আসলে জানুয়ারি মাসে তথ্য আপডেট-এর জন্য KYC চাওয়ার কাজ একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে ব্যাঙ্ক ব্যাখা করলেও সাধারণ মানুষ তা বুঝতে নারাজ ৷ উল্লেখ্য, এপ্রিল থেকে রাজ্যে এনপিআর চালু হওয়ার কথা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 11:05 PM IST

