#চেন্নাই: KYC ডকুমেন্ট চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাতেই হল বিপত্তি ৷ নথি জমা দেওয়ার বদলে ওই ব্যাঙ্কে যত জনের অ্যাকাউন্ট ছিল সবাই সব টাকা তুলে নেয় ৷ তামিলনাড়ুর থুথুকোডি জেলার কয়ালপট্টিনামে ঘটেছে এমনই ঘটনা ৷ জানা গিয়েছে, KYC আপডেট প্রক্রিয়াকে NPR প্রক্রিয়া ভেবে সেই আতঙ্কে কয়ালপট্টিনামের বাসিন্দারা ওই ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নেন ৷১১ জানুয়ারি তামিল খবরের কাগজে বেরনো ওই বিজ্ঞাপন দেখেই চক্ষু চড়কগাছ মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত কয়ালপট্টিনামের ৷ বিভ্রান্তির উৎস, বিজ্ঞাপনে কেওয়াই জমা দিতে বলার সঙ্গে NPR কথার উল্লেখ ৷ বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরের দিনই এনপিআর অর্থাৎ National Population Register -এর জুজুতে প্রায় ব্যাঙ্কে টাকা তুলে নেওয়ার লম্বা লাইন পড়ে যায় ৷ মুখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ৷ ২০ থেকে ২২ জানুয়ারি লোকেরা উদভ্রান্তের মতো তাদের অ্যাকাউন্ট সমস্ত টাকা তুলে নেয় ৷ ব্যাঙ্ক সূত্রে খবর, এই কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক থেকে ৪ কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, CAA protest, National Population Register, NPR, NPR Document, NRC