হোম /খবর /দেশ /
NPR আতঙ্কে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই ফাঁকা করে দিল গোটা গ্রাম

ব্যাঙ্ক চেয়েছিল KYC, NPR আতঙ্কে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টই ফাঁকা করে দিল গোটা গ্রাম

নথি জমা দেওয়ার বদলে ওই ব্যাঙ্কে যত জনের অ্যাকাউন্ট ছিল সবাই সব টাকা তুলে নেয় ৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: KYC ডকুমেন্ট চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাতেই হল বিপত্তি ৷ নথি জমা দেওয়ার বদলে ওই ব্যাঙ্কে যত জনের অ্যাকাউন্ট ছিল সবাই সব টাকা তুলে নেয় ৷ তামিলনাড়ুর থুথুকোডি জেলার কয়ালপট্টিনামে ঘটেছে এমনই ঘটনা ৷ জানা গিয়েছে, KYC আপডেট প্রক্রিয়াকে NPR প্রক্রিয়া ভেবে সেই আতঙ্কে কয়ালপট্টিনামের বাসিন্দারা ওই ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নেন ৷১১ জানুয়ারি তামিল খবরের কাগজে বেরনো ওই বিজ্ঞাপন দেখেই চক্ষু চড়কগাছ মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত কয়ালপট্টিনামের ৷ বিভ্রান্তির উৎস, বিজ্ঞাপনে কেওয়াই জমা দিতে বলার সঙ্গে NPR কথার উল্লেখ ৷ বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরের দিনই এনপিআর অর্থাৎ  National Population Register -এর জুজুতে প্রায় ব্যাঙ্কে টাকা তুলে নেওয়ার লম্বা লাইন পড়ে যায় ৷ মুখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ৷ ২০ থেকে ২২ জানুয়ারি লোকেরা উদভ্রান্তের মতো তাদের অ্যাকাউন্ট সমস্ত টাকা তুলে নেয় ৷ ব্যাঙ্ক সূত্রে খবর, এই কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক থেকে ৪ কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছে ৷সেন্ট্রাল ব্যাঙ্কের ওই শাখা থেকে এক ধাক্কায় বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে ৷ আতঙ্ক কাটাতে মাইকে প্রচার থেকে পোস্টারিং সবই চলছে ৷  এমনকি ব্যাঙ্ককর্মীরা ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করলেও তেমন সুফল মেলেনি ৷ আসলে জানুয়ারি মাসে তথ্য আপডেট-এর জন্য KYC চাওয়ার কাজ একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে ব্যাঙ্ক ব্যাখা করলেও সাধারণ মানুষ তা বুঝতে নারাজ ৷ উল্লেখ্য, এপ্রিল থেকে রাজ্যে এনপিআর চালু হওয়ার কথা ৷

Published by:Elina Datta
First published:

Tags: CAA, CAA protest, National Population Register, NPR, NPR Document, NRC