সব রাজি হ্যায়...সেহমতের হাতে বন্দুকের বদলে মাখনের ছুরি !

Last Updated:

মু্ক্তির পর প্রথম সপ্তাহান্তেই রাজি-র বক্সঅফিস কালেকশন ৬৩ কোটি ছুঁয়েছে ।

১১ মে মুক্তি পেয়েছে মেঘনা গুলজারের ছবি রাজি । এর মধ্যেই বক্সঅফিসও বলছে হিট, মিলেছে সমালোচকদের প্রশংসাও । আর তাই পিছিয়ে নেই আমুলও । নিজেদের আইকনিক স্টাইলে নতুন পোস্টারে মুগ্ধতা জানিয়েছে আমুল ।
নতুন পোস্টারে আমুল গার্ল-এর পরনে সালওয়ার কামিজ ।  যেন রাজির সেহমত খান ওরফে আলিয়া । শুধু হাতের বন্দুকের বদলে তাক করা মাখন মাখানো কামড় দেওয়া পাঁউরুটি আর ছুরি ।
সঙ্গে ক্যাপশন, সব রাজি হ্যায়...আটারলি বাটারলি ডেলিশিয়াস । মাখন মাখানো ছুরি দিয়ে কি ছবির বার্তাই স্পষ্ট করছে আমুল?
advertisement
আমুলের ট্যুইট । আমুলের ট্যুইট ।
advertisement
মু্ক্তির পর প্রথম সপ্তাহান্তেই রাজি-র বক্সঅফিস কালেকশন ৬৩ কোটি ছুঁয়েছে । ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে লেখা হরিন্দর সিক্কার উপন্যাস কলিং সেহমত-এর গল্প নিয়েই মেঘনার ছবি রাজি ।
ধর্মা প্রোডাকশনের ছবিতে এর ছবিতে সেহমত চরিত্রে আলিয়ার অভিনয় এর মধ্যেই উচ্চ-প্রশংসিত । ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল । রয়েছেন রজিত কাপুর, সোনি রাজদান, অমৃতা খানভিলকরের মতো শিল্পীরা ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সব রাজি হ্যায়...সেহমতের হাতে বন্দুকের বদলে মাখনের ছুরি !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement