#AmritsarTrainTragedy: 'পাথর ছুড়ছিল বলে আমি স্পিড বাড়িয়ে দিই'

Last Updated:

পুলিশ জানিয়েছে, বিজয় মদন ও তাঁর পরিবারের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা৷ মদন পরিবারের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না৷ তবে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষের একটা বড় অংশের দাবি, উদ্যোক্তারা জানতেন ওটা রেল লাইন৷ ওত মানুষকে জড়ো করার আগে ভাবা উচিত ছিল৷

#অমৃতসর: দশেরার দিন ট্রেনে কাটা পড়ে ৬১টি প্রাণ বেঘোরে যাওয়ার একদিন পর পুলিশ এফআইআর দায়ের করল। কিন্ত‌ু বিস্ময়কর বিষয় হল, এফআইআর-এ কারও নামে কোনও অভিযোগ নেই। বরং সাধারণ মানুষকেই দাঁড় করানো হতে পারে কাঠগড়ায়। অর্থাত্‍‌ মানুষ কেন রেল লাইনে উঠে এসেছিলেন? প্রশ্ন পুলিশের। ঘটনার পর থেকেই দশেরার মূল উদ্যোক্তা ও ওই এলাকার কাউন্সিলর বিজয় মদন ও তাঁর ছেলে সৌরভ মদন পলাতক৷ তাঁদের পরিবারের বাকিরাও পালিয়ে গিয়েছেন৷
পুলিশ জানিয়েছে, বিজয় মদন ও তাঁর পরিবারের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা৷ মদন পরিবারের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না৷ তবে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষের একটা বড় অংশের দাবি, উদ্যোক্তারা জানতেন ওটা রেল লাইন৷ ওত মানুষকে জড়ো করার আগে ভাবা উচিত ছিল৷
ড্রাইভার দূর থেকে অত লোক দেখেও কেন ট্রেন আস্তে বা থামানোর চেষ্টা করলেন না? হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের ড্রাইভার অরবিন্দ কুমারের বক্তব্য, 'আমি এমার্জেন্সি ব্রেক কষার চেষ্টা করেছিলাম৷ কিন্ত‌ু কিছু মানুষ পাথর ছুড়তে শুরু করে৷ হামলার ভয়েই থামাতে পারিনি৷ এমার্জেন্সি ব্রেক কষার পরেও বহু মানুষ ট্রেনের তলায় চলে যায়৷ পাথর ছোড়া শুরু হতেই আমার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই থামাতে পারিনি ট্রেন৷ হর্ন দিয়েছিলাম, শুনতে পায়নি কেউ।'
advertisement
advertisement
ঠিক কী ঘটল অমৃতসরে  সেদিন? দেখুন মর্মান্তিক ভিডিও
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainTragedy: 'পাথর ছুড়ছিল বলে আমি স্পিড বাড়িয়ে দিই'
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement