নিজেদের রাজনৈতিক অক্ষমতা প্রকাশ করেছে কংগ্রেস, অনাস্থা প্রসঙ্গে ফের কটাক্ষ অমিত শাহের
Last Updated:
নিজেদের রাজনৈতিক অক্ষমতা প্রকাশ করেছে কংগ্রেস, অনাস্থা প্রসঙ্গে ফের কটাক্ষ অমিত শাহের
#নয়াদিল্লি: আস্থা ভোটে বিরোধীদের পরাজয় ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল । ২০১৯এর লোকসভা নির্বাচনের আগে অনাস্থা ভোটের ফলাফলে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসকদল বিজেপি ।
তবে তাতেই থেমে থাকেনি বিজেপি । শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের বিরুদ্ধ ডিজিটাল আক্রমণ । শুক্রবারই এই নিয়েই একের পর এক টুইট করেছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ । কংগ্রেসের বিরুদ্ধে কখনও তোষণ আবার কখনও বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন শাহ । একটি টুইটে তিনি লিখেছেন সংখ্যাগরিষ্ঠ সরকারের বিরুদ্ধে কোনও উদ্দেশ্য ছাড়াই অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস । কংগ্রেসের না আছে কোনও নির্দিষ্ট মতাদর্শ, না আছে মানুষের সমর্থন । এই অনাস্থা প্রস্তাব এনে আসলে তাঁরা নিজেদের রাজনৈতিক অক্ষমতাই প্রকাশ করেছে । অবশ্য গণতন্ত্রকে পদদলিত করার দীর্ঘ ইতিহাস আছে কংগ্রেসের ও শুক্রবারে সংসদে তাঁরা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করল, লিখেছেন শাহ ।
advertisement
बिना बहुमत, बिना उद्देश्य वाली कांग्रेस और उसके भानुमति के कुनबे ने देश की जनता द्वारा चुनी हुई पूर्ण बहुमत की सरकार के खिलाफ अविश्वास प्रस्ताव ला कर न सिर्फ अपने राजनीतिक दिवालियापन को दर्शाया है बल्कि देश के लोकतंत्र को कुचलने के कांग्रेस के पुराने इतिहास को भी दोहराया है।
— Amit Shah (@AmitShah) July 20, 2018
advertisement
advertisement
এর পাশাপাশিও অনাস্থা ভোটে এই বিপুল জয়লাভের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বিজেপি প্রেসিডেন্ট ।
परिवारवाद की नकारात्मक राजनीति के विरुद्ध लोकतंत्र की ज्योति को बरकरार रख, प्रधानमंत्री श्री @narendramodi जी की सरकार में अपना विश्वास प्रकट कर सहयोग देने वाले हमारे सभी सहयोगियों, सभी राजनीतिक दलों और सभी सांसदों का मैं भारतीय जनता पार्टी की ओर से आभार व्यक्त करता हूँ।
— Amit Shah (@AmitShah) July 20, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 9:13 AM IST