2G, 3G, 4G! পুদুচেরির সভায় দুর্নীতি তাসে কংগ্রেস, ডিএমকে-কে বিঁধলেন অমিত শাহ

Last Updated:

কংগ্রেস ও ডি এম কে-র বিরুদ্ধে ওঠা ২০১৭ র দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি এম কে স্তালিনকে উপহাস করলেন শাহ

#পুদুচেরি:  সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পুদুচেরিতে ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস। এবার সেখানে গিয়েই  প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, নারায়ণস্বামীর বিরুদ্ধে গান্ধী পরিবারকে কাটমানি দেওয়ার অভিযোগও তুললেন শাহ।
রবিবার পুদুচেরির (Puducherry) করাইকাল শহরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে  কংগ্রেস ও ডি এম কে-র জোরালো সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির ওই সভায় অমিত শাহ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে নারায়ণস্বামী সরকার। তামিলনাড়ু সরকারের কড়া সমালোচনা করেন অমিত শাহ। টু জি, থ্রি জি, ফোর জি-র মত দুর্নীতি এই পরিবারগুলিকে চিহ্নিত করে বলেও ব্যাঙ্গাত্মক মন্তব্য করতে ছাডেননি তিনি।
advertisement
কংগ্রেস ও ডি এম কে-র বিরুদ্ধে ওঠা ২০১৭ র দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি এম কে স্তালিনকে উপহাস করে শাহ বলেন, টুজি, থ্রি জি, ফর জি সবই উপস্থিত আছে তামিলনাড়ুর রাজনীতিতে। তামিলনাড়ুর সবকটি রাজনৈতিক দল দূর্নীতিগ্রস্থ বলেও মন্তব্য করেন শাহ।
advertisement
advertisement
তাঁর ভাষণে অমিত শাহ বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান কাজ ছিল দিল্লিতে গান্ধী পরিবারকে তুষ্ট করা। কেন্দ্রীয় প্রকল্প থেকে ১৫০০ কোটি টাকা কাটমানি তিনি  গান্ধী পরিবারে পাঠিয়েছেন বলেও এইদিন মন্তব্য করেন শাহ|
পুদুচেরিতে কংগ্রেসের নারায়ণস্বামী (Narayanswami) সরকার পড়ে যাওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তুলেছে কংগ্রেস।  সেই দাবি উড়িয়ে দিয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, 'দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে দলটার পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য।'
advertisement
তিনি আরও বলেন, 'শুধুমাত্র পুদুচেরিতেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন কারণ কংগ্রেসে যোগ্যতার কোনও দাম নেই। পুদুচেরির মতো জায়গায় ৭৫ শতাংশ তরুণ বেকার। এখানে এনডিএ সরকার আনুন, বেকারির সংখ্যা ৪০ শতাংশে নামিয়ে আনব।' আসন্ন নির্বাচনে পুদুচেরিতে NDA সরকার গঠন করবে বলে এদিন দাবি জানান বিজেপির চাণক্য, অমিত শাহ|
বাংলা খবর/ খবর/দেশ/
2G, 3G, 4G! পুদুচেরির সভায় দুর্নীতি তাসে কংগ্রেস, ডিএমকে-কে বিঁধলেন অমিত শাহ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement