Amit Shah: কোন কোন ইস্যুতে বাংলার নির্বাচনে ঝাঁপাবে বিজেপি, রণকৌশল ঠিক করে দিলেন অমিত শাহ!

Last Updated:

ভোট ব্যাঙ্কের স্বার্থে তৃণমূল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করে রাজ্যের জনবিন্যাসকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বলেও সরব হন অমিত শাহ৷

বাংলায় নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷
বাংলায় নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে৷ বাংলা দখল করতে এবারেও সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি৷ একেবারে নিচুতলার সংগঠন থেকে শুরু করে কেন্দ্রীয় ওয়্যার রুম- বাংলায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি-র গোটা প্রস্তুতি চলছে দলের মূল রণকৌশল নির্ধারণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরদারিতে৷
গত বিধানসভা ভোটে বিজেপি-র আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭-এ পৌঁছেছিল৷ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল বিজেপি৷ এবার এসআইআর-এ ভোটার তালিকার আমূল সংশোধনে তৃণমূলের ভোটব্যাঙ্কে ধাক্কা এবং নিচুতলায় সংগঠন মজবুত করতে বিজেপি-র মরিয়া চেষ্টার ফলে এবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটানো সম্ভব হবে বলেই দাবি করেছেন একাধিক বিজেপি নেতা৷
advertisement
গত ৩০ ডিসেম্বর কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূলকে পরাজিত করবে বিজেপি৷ দুর্নীতি, অপশাসন এবং অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement
ভোট ব্যাঙ্কের স্বার্থে তৃণমূল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করে রাজ্যের জনবিন্যাসকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলেও সরব হন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশ্বস্ত করেন, ক্ষমতায় এলে বিজেপি জাতীয় নিরাপত্তা গ্রিড তৈরি করে বাংলায় অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করবে৷ বিজেপি সূত্রে দাবি, গত পাঁচ বছর ধরে তৃণমূলে ঝাঁকুনি ধরাতে নিচুতলায় নিরন্তর কাজ করা হয়েছে৷ সেই প্রচেষ্টার ভিত্তিতেই ছাব্বিশের নির্বাচনের জন্য নতুন করে রণকৌশল সাজানো হচ্ছে৷ অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতির ইস্যুকে সামনে রেখেই নির্বাচনে লড়বে বিজেপি৷
advertisement
বিজেপি-র এক নেতার কথায়, ‘এ বার বাংলায় জিততে দল চেষ্টার কোনও ত্রুটি রাখছে না৷ সাফল্য পেতে আমরা একাধিক কৌশল নিয়ে এগোচ্ছি৷ যেভাবে প্রচার চলছে এবং নিচুতলাতেও কীভাবে কাজ হচ্ছে, এই গোটা প্রক্রিয়ার উপরে অমিত শাহ নিজে নজর রাখছেন৷’
ওই বিজেপি নেতা আরও বলেন, ‘হুমায়ুন কবীর নতুন দল তৈরির পর তৃণমূলের অন্দরে ফাটল আরও চওড়া হচ্ছে৷ ফলে প্রবল চাপ নিয়েই নির্বাচনে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷’ এমন কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর সাক্ষাতেও রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে বলে দাবি ওই বিজেপি নেতার৷ বিজেপি নেতৃত্বের আশা, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে বড়সড় ভাগ বসাবে হুমায়ুন কবীরের নতুন দল৷
advertisement
যদিও শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বছর একটি হলেও বেশি আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২১৬ আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে বাম-কংগ্রেস জোটকে শূন্যে নামিয়ে ৭৭টি আসন দখল করে বিজেপি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: কোন কোন ইস্যুতে বাংলার নির্বাচনে ঝাঁপাবে বিজেপি, রণকৌশল ঠিক করে দিলেন অমিত শাহ!
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement