Manipur: মণিপুর নিয়ে দফায় দফায় উত্তাল সংসদ! বিরোধীদের সহযোগিতা চেয়ে অমিত শাহ বললেন, আলোচনায় রাজি

Last Updated:

বিরোধী দলগুলির বিক্ষোভে হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তিন মাস ধরে মণিপুর জ্বলছে৷ এ নিয়ে সরকারের কী অবস্থান তা স্পষ্ট করুক৷ মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? কারণ সরকার মণিপুর নিয়ে আলোচনাই চায় না৷ মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য এখন বাংলা, বিহার, রাজস্থানে নারী নির্যাতনের কথা তোলা হচ্ছে৷ ’’

নয়াদিল্লি: মণিপুর ইস্যু নিয়ে সোমবারও দফায় দফায় উত্তপ্ত হল পার্লামেন্ট৷ অধিবেশন কক্ষ থেকে শুরু করে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মণিপুর নিয়ে এককাট্টা ভাবে বিক্ষোভ দেখায় বাম, কংগ্রেস, তৃণমূল৷ অমিত শাহ বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানালেও, সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে অনড় খাড়্গেরা৷
এদিন মণিপুর নিয়ে বিক্ষোভের জেরে তিনবার মুলতবি হয় অধিবেশন৷ দুপুর আড়াইটে নাগাদ ফের অধিবেশন শুরু হলে, মণিপুর নিয়ে নিজের বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
আরও পড়ুন: বিরাট স্বস্তি! অভিষেক-রুজিরার বিদেশ যাত্রা নিয়ে কী নির্দেশ, ইডি-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের
এদিন অধিবেশনে বক্তৃতা করা কালীন অমিত শাহ জানান, তিনি মণিপুর নিয়ে আলোচনার জন্য তৈরি৷ এ বিষয়ে সংসদে একটি আলোচনা হোক৷ বিরোধীরা কেন সহযোগিতা করছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন শাহ৷ তিনি বলেন, মণিপুরে যা ঘটেছে তার সত্যতা সকলের সামনে আসা উচিত৷
advertisement
advertisement
কিন্তু, তা সত্ত্বেও একটাই দাবিতে অনড় ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে৷ গান্ধিমূর্তির পাদদেশে মণিপুর নিয়ে বিক্ষোভ দেখানোর সময় খাড়্গে বলেন, আলোচনা করে এই সমস্যার সমাধান সম্ভব নয়৷ সংসদ কক্ষের বাইরে নয়, সংসদে এ বিষয়ে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে৷
আরও পড়ুন: গত ৮১ দিন কেমন ছিল মণিপুর? এবার এ নিয়ে বড় পদক্ষেপ নিচ্ছে শাসকদল
মণিপুর ইস্যুতে এ দিন সকাল থেকেই দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷ বেঙ্গালুরুতে গঠিত ইন্ডিয়া জোটের শরিক অধিকাংশ দলের সাংসদরাই সেখানে উপস্থিত ছিলেন৷ মণিপুর ইস্যুতে সংসদে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷
advertisement
বিক্ষোভস্থলে মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অধীররঞ্জন চৌধুরীরা৷
বিরোধী দলগুলির বিক্ষোভে হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তিন মাস ধরে মণিপুর জ্বলছে৷ এ নিয়ে সরকারের কী অবস্থান তা স্পষ্ট করুক৷ মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? কারণ সরকার মণিপুর নিয়ে আলোচনাই চায় না৷ মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য এখন বাংলা, বিহার, রাজস্থানে নারী নির্যাতনের কথা তোলা হচ্ছে৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur: মণিপুর নিয়ে দফায় দফায় উত্তাল সংসদ! বিরোধীদের সহযোগিতা চেয়ে অমিত শাহ বললেন, আলোচনায় রাজি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement