কোনও সংখ্যালঘুকে তাড়ানো হবে না, বিরোধীরা ভুল বোঝাচ্ছে, বার্তা অমিত শাহর

Last Updated:

অমিত আশ্বস্ত করে বলেন, কোনও মুসলিম এই আইনের ফসলে নাগরিকত্ব হারাবেন না৷ অমিতের দাবি,৭০ বছর ধরে জিইয়ে রাখা দেশের বহু সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার৷

#ভুবনেশ্বরঃ বিরোধীরা মিথ্যে বলছে৷ হিংসা ছড়ানো হচ্ছে পরিকল্পিত ভাবে৷ শুক্রবার ওড়িশায় বিজেপির এক জনসভাবেশ থেকে এমন বার্তাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিতের দাবি, কোনও সংখ্যালঘুই নয়া নাগরিকত্ব আইনের কারণে দেশ ছাড়া হবে না৷
শুক্রবার অমিত শাহ বলেন, যারা ভুল বার্তা ছড়াচ্ছেন তাদের কাছে এবার প্রশ্ন করা উচিত৷ অমিতের কথায়, ‘‘বিরোধীরা লাগাতার ভুল বার্তা দিচ্ছে৷ তারা বলছে মুসলিমরা এই আইন প্রণয়নের ফলে নাগরিকত্ব হারাবে৷ এরাই মানুষকে হিংসা ছড়াতে প্ররোচিত করছে৷
এর পরে অমিত আশ্বস্ত করে বলেন, কোনও মুসলিম এই আইনের ফসলে নাগরিকত্ব হারাবেন না৷ অমিতের দাবি,৭০ বছর ধরে জিইয়ে রাখা দেশের বহু সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার৷ সেই উদ্যোগেরই অংশ, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ বা নাগরিকত্ব আইন প্রণয়ন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কোনও সংখ্যালঘুকে তাড়ানো হবে না, বিরোধীরা ভুল বোঝাচ্ছে, বার্তা অমিত শাহর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement