#ভুবনেশ্বরঃ বিরোধীরা মিথ্যে বলছে৷ হিংসা ছড়ানো হচ্ছে পরিকল্পিত ভাবে৷ শুক্রবার ওড়িশায় বিজেপির এক জনসভাবেশ থেকে এমন বার্তাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিতের দাবি, কোনও সংখ্যালঘুই নয়া নাগরিকত্ব আইনের কারণে দেশ ছাড়া হবে না৷
শুক্রবার অমিত শাহ বলেন, যারা ভুল বার্তা ছড়াচ্ছেন তাদের কাছে এবার প্রশ্ন করা উচিত৷ অমিতের কথায়, ‘‘বিরোধীরা লাগাতার ভুল বার্তা দিচ্ছে৷ তারা বলছে মুসলিমরা এই আইন প্রণয়নের ফলে নাগরিকত্ব হারাবে৷ এরাই মানুষকে হিংসা ছড়াতে প্ররোচিত করছে৷
এর পরে অমিত আশ্বস্ত করে বলেন, কোনও মুসলিম এই আইনের ফসলে নাগরিকত্ব হারাবেন না৷ অমিতের দাবি,৭০ বছর ধরে জিইয়ে রাখা দেশের বহু সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার৷ সেই উদ্যোগেরই অংশ, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ বা নাগরিকত্ব আইন প্রণয়ন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, CAA, Delhi Violence, Home Minister Amit Shah, NRC, অমিত শাহ, সিএএ