Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন লোকসভায় বিরোধীদের জবাব দিতে গিয়ে দেশজুড়ে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা এবং ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করেন অমিত শাহ৷
মঙ্গলবার ভোট চুরির অভিযোগে কেন্দ্রীয় সরকারকে লোকসভায় দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ বুধবার তার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এ দিন লোকসভায় বিরোধীদের জবাব দিতে গিয়ে দেশজুড়ে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা এবং ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করেন অমিত শাহ৷ কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ কেউ ভোট চুরির অভিযোগ করছেন৷ অথচ এখানে এমন অনেকে রয়েছে যাঁরা পারিবারিক ভাবে ভোট চুরি করে এসেছে৷’
#NationAt5 | Uproar In Lok Sabah, Rahul Gandhi Vs Amit Shah
Rahul Gandhi: “Let us have a debate on my press conference.”
Amit Shah: “I will decide the chronology of my speech. Rahul Gandhi should have the patience to listen, because I will speak when I choose and address the… pic.twitter.com/cMW7V8bO35
— News18 (@CNNnews18) December 10, 2025
advertisement
advertisement
তখনই তাঁকে বাধা দিয়ে রাহুল গান্ধি দাবি করেন, ভোট প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে বিভিন্ন তথ্যপ্রমাণ দিয়ে তিনি যে তিনটি সাংবাদিক বৈঠক করেছেন, তা নিয়ে একটি বিতর্কে অংশগ্রহণ করুন অমিত শাহ৷
তখনই ক্ষুব্ধ অমিত শাহ রাহুল গান্ধিকে জবাব দিয়ে বলেন, ‘তিরিশ বছর ধরে আমি বিধানসভা এবং সংসদে প্রতিনিধিত্ব করছি৷ সংসদে কীভাবে বক্তব্য রাখতে হয়, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে৷ বিরোধী দলনেতা বলছেন আগে আমার প্রশ্নের জবাব দিন৷ আপনার কথা মতো সংসদ চলবে না৷ আমার বক্তব্য কীভাবে এগোবে, সেটা আমি ঠিক করব৷ এভাবে সংসদ চলবে না৷ ওনার উচিত আমার বক্তব্য শোনার ধৈর্য রাখা৷ আমি একে একে সব প্রশ্নের জবাব দেব৷ বক্তব্য যখন আমি রাখছি তখন আমি ঠিক করব কখন কোন প্রশ্নের জবাব দেব৷’
advertisement
ভোট চুরির অভিযোগ করতে গিয়ে নিজের সাংবাদিক বৈঠকে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলেছিলেন রাহুল গান্ধি৷ এ দিন তা নিয়েও বিরোধী দলনেতাকে খোঁচা দেন শাহ৷ একই সঙ্গে তিনি দাবি করেন, কংগ্রেসের হারের জন্য এসআইআর প্রক্রিয়া দায়ী নয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 6:43 PM IST








