Amit Shah: 'ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকবে না!' সংসদে বিরোধীদের জবাব শাহের

Last Updated:

এ দিন বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেও বাকযুদ্ধে জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনার কথায় লোকসভা চলবে না৷'

বিরোধীদের জবাব দিলেন অমিত শাহ৷
বিরোধীদের জবাব দিলেন অমিত শাহ৷
ভোটার তালিকায় কোনও ভাবেই অনুপ্রবেশকারীদের নাম রাখতে দেওয়া হবে না৷ বুধবার লোকসভায় এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীদের জন্যই দেশে বিভাজনের সৃষ্টি হচ্ছে৷ যা কেন্দ্রীয় সরকার কোনওভাবেই বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় এ দিন লোকসভায় প্রবল হইহট্টগোল শুরু হয়৷ অমিত শাহের সঙ্গে বাকযুদ্ধে জড়ান বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ তাঁকে পাল্টা জবাব দেন শাহও৷ শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাঝেই লোকসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা৷
অমিত শাহ বলেন, ‘আমাদের নীতিই হল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া এবং তাদের ফেরত পাঠানো৷’ বিরোধীদের কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো অনুপ্রবেশকারীদের কথা বলছি৷ তাহলে বিরোধীরা ওয়াক আউট করলেন কেন?’
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই না দেশে বিভাজনের সৃষ্টি হোক৷ তাই যে কোনও উপায়ে আমাদের অনুপ্রবেশ বন্ধ করতেই হবে৷’ সেই কারণেই সীমান্তে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কড়াকড়ি আরও বাড়াচ্ছে বলেও দাবি করেছেন শাহ৷
এ দিন বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেও বাকযুদ্ধে জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার কথায় লোকসভা চলবে না৷’ পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই এ দিন স্বাধীনতার পর থেকে তিন বার ভোট চুরির অভিযোগ তুলেছেন অমিত শাহ৷
advertisement
যদিও লোকসভা থেকে ওয়াক আউটের পর রাহুল গান্ধি দাবি করেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি৷ তাঁর অভিযোগ, উনি আমাদের সব প্রশ্ন এড়িয়ে গিয়ে রক্ষণাত্মক জবাব দিয়েছেন৷ আমরা স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছিলাম৷ কিন্তু উনি সেই প্রশ্নের জবাব দিলেন না৷ আমরা ইভিএম-এর নকশা জনসমক্ষে আনার কথা বলেছিলাম৷ উনি তারও জবাব দেননি৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: 'ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকবে না!' সংসদে বিরোধীদের জবাব শাহের
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement