Amit Shah attacks TMC MP: 'বয়স অনুযায়ী তো আচরণ করুন!' সংসদে অমিত শাহের নিশানায় তৃণমূল সাংসদ

Last Updated:

ঘটনার সূত্রপাত এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধির বক্তব্যকে কেন্দ্র করে৷

সংসদে অমিত শাহ।
সংসদে অমিত শাহ।
নয়াদিল্লি: সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল সাংসদ সৌগত রায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তৃণমূলের প্রবীণ সাংসদকে বয়সের সঙ্গে মানানসই আচরণ করারও পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
ঘটনার সূত্রপাত এ দিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধির বক্তব্যকে কেন্দ্র করে৷ মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন কংগ্রেসের পক্ষ থেকে জাত গণনা করার দাবি তোলা হয়৷ রাহুল গান্ধিও অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং সরকারের শীর্ষ স্তরের আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সেভাবে নেই৷
advertisement
advertisement
রাহুল গান্ধি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের ৯০ জন সচিবের মধ্যে মাত্র তিন জন ওবিসি সম্প্রদায়ের৷ এই সূত্র ধরে রাহুলও জাত সমীক্ষার দাবি জানান৷
রাহুলের অভিযোগের জবাব দিতে গিয়ে অমিত শাহ পাল্টা বলেন, ‘কয়েকটি এনজিও ছোট ছোট চিরকুটে প্রশ্ন লিখে দেয়, আর এরা সেগুলো এখানে তুলে ধরে৷’
অমিত শাহ যখন বক্তব্য রাখছিলেন, তখন বিরোধী শিবির থেকে সৌগত রায় পাল্টা কিছু বলতে যান৷ তখনই তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন সংসদ ভবনে তো অন্তত নিজের বয়সের সঙ্গে মানানসই আচরণ করুন!’ সেই সময় অবশ্য রাহুল গান্ধি সংসদে ছিলেন না৷
advertisement
অমিত শাহ বলেন, ‘কিছু মানুষ মনে করে আমলারাই দেশ চালান৷ আমার মনে হয় সরকার দেশ চালায়৷ ৮৫ জন বিজেপি সাংসদ এবং ২৯ জন কেন্দ্রীয় মন্ত্রী ওবিসি সম্প্রদায়ের৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah attacks TMC MP: 'বয়স অনুযায়ী তো আচরণ করুন!' সংসদে অমিত শাহের নিশানায় তৃণমূল সাংসদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement