CIA chief meets Ajit Doval in Delhi: তালিবানদের হাড়ির খবর জানতে ভরসা ভারত, ডোভালের সঙ্গে বৈঠকে আর্জি সিআইএ প্রধানের

Last Updated:

এ দিন দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে এসে সেই ইঙ্গিতই দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআএ-এর প্রধান উইলিয়াম বার্নস (CIA chief meets Ajit Doval in Delhi:)৷

#দিল্লি: আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে তালিবানরা৷ আফগানিস্তান ছেড়ে ফিরে গিয়েছে মার্কিন সেনাও৷ অন্যদিকে চিন, রাশিয়ার তরফেও তালিবানদের সঙ্গে সুসম্পর্ক রাখারই ইঙ্গিত মিলেছে৷ এই পরিস্থিতিতে আফগানিস্তানের হাড়ির খবর জানতে আমেরিকার বড় ভরসা এখন ভারত৷ এ দিন দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে এসে সেই ইঙ্গিতই দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআএ-এর প্রধান উইলিয়াম বার্নস৷
সূত্রের খবর, ডোভালের সঙ্গে বৈঠকে সরাসরি আফগানিস্তানের পরিস্থিতির সর্বশেষ খবর আরও বেশি করে আমেরিকাকে জানানোর জন্য ডোভালকে প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান৷ কারণ মার্কিন সেনা ফিরে যাওয়ার পর তালিবানদের গতিপ্রকৃতি সম্পর্কে কার্যত অন্ধকারে আমেরিকা৷ ফলে এখন আফগানিস্তানের ভিতরের খবর জানতে ভারতের উপরে আরও বেশি করে নির্ভর করা ছাড়া গতি নেই আমেরিকার৷ গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া ছাড়াও কয়েকজন আফগানকে যাতে ভারত আশ্রয় দেয়, সেই অনুরোধও ডোভালকে করেছেন বার্নস৷
advertisement
জানা গিয়েছে, ভারতের পর সিআইএ প্রধান বার্নসের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটি পাকিস্তানেও যাবে৷ দ্য হিন্দু-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে উদ্ধারকাজ এবং তালিবানদের সরকার গঠন নিয়েও অজিত ডোভালের সঙ্গে এ দিন আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দলটি৷ যদিও সরকারি ভাবে এখনও এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছুই জানানো হয়নি৷
advertisement
তবে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকার মতো ভারতের উদ্বেগের বিষয়টি যে এ দিনের বৈঠকে উঠবে, তা প্রত্যাশিত৷ নয়াদিল্লি ইতিমধ্যেই সরকারি ভাবে জানিয়ে দিয়েছে, তারা আশা করে তালিবানদের নতুন সরকার আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কোনও জঙ্গি কার্যকলাপে মদত দেবে না৷ বিশেষত জম্মু কাশ্মীরের পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলতেও তালিবানরা যাতে কোনওরকম সাহায্য না করে, সেই দাবিও তুলেছে ভারত৷
advertisement
সিআইএ প্রধানের পাশাপাশি এ দিন রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও এ দিন দিল্লিতে বৈঠক করার কথা ডোভালের৷ সেই বৈঠকেও আফগানিস্তান, চিন এবং পাকিস্তান নিয়ে দু' তরফে আলোচনা হওয়ার কথা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CIA chief meets Ajit Doval in Delhi: তালিবানদের হাড়ির খবর জানতে ভরসা ভারত, ডোভালের সঙ্গে বৈঠকে আর্জি সিআইএ প্রধানের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement