Krishna And Aadiya First Birthday: আম্বানি পরিবারে উৎসব! ধুমধাম করে পালিত হল ইশা-আনন্দর যমজ সন্তানের প্রথম জন্মদিন

Last Updated:

Krishna And Aadiya First Birthday: কৃষ্ণ ও আদিয়াকে ঘিরে যেন আনন্দের লহর উঠল৷

জন্মদিনে কৃষ্ণা আর আদিয়াকে নিয়ে মুকেশ ও নীতা আম্বানি
জন্মদিনে কৃষ্ণা আর আদিয়াকে নিয়ে মুকেশ ও নীতা আম্বানি
মুম্বই: উৎসবের পরিবেশ আম্বানি পরিবারে৷ মুকেশ কন্যা ইশার যমজ সন্তানের এক বছরের জন্মদিনে খুশিতে ভাসলেন পরিবারের সকলে৷ আজ, অর্থাৎ শনিবাসরীয় আয়োজনে ছিল ইশা আম্বানি ও আনন্দ পিরামলের যমজ দুই সন্তানের প্রথম জন্মদিন৷ সেখানেই বিটাউনের তারকা থেকে শুরু করে পরিবারের সকলেই মেতে উঠলেন আনন্দে৷ ছবিতে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি আদিয়ার সঙ্গে এবং নীতা আম্বানি কৃষ্ণের সঙ্গে এই জন্মদিন উদযাপন করছেন৷
কৃষ্ণ ও আদিয়াকে ঘিরে যেন আনন্দের লহর উঠল৷ পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর৷ সঙ্গে এসেছিল করণের দুই সন্তান, রুহি ও যশ৷ গোলাপী ওভারসাইজড টি-শার্ট ছিল করণের পরণে৷
ইশার সঙ্গে মুকেশ আম্বানি ইশার সঙ্গে মুকেশ আম্বানি
advertisement
গত ২০২২ সালের ১৯ নভেম্বর দুই সন্তানের জন্ম হয়েছিল৷ আম্বানি পরিবারে এসেছিল খুশির হাওয়া৷ অনন্ত আম্বানি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একটি কালো শার্ট পরে, সঙ্গে ছিল নেভি ব্লু প্যান্ট৷ এ’দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাভেদ জাফরির পুত্র মিজান জাফরি, সঙ্গে ছিলেন তাঁর বোন আলভিয়া৷ বিশ্বকাপের মাঝেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া ও ক্রনাল পান্ডিয়া৷ এ দিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী শানায়া কাপুর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Krishna And Aadiya First Birthday: আম্বানি পরিবারে উৎসব! ধুমধাম করে পালিত হল ইশা-আনন্দর যমজ সন্তানের প্রথম জন্মদিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement