সিবিআই ডিরেক্টর থেকে হোমগার্ড ! ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ অলোক ভার্মার

Last Updated:
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতা ফিরে পেয়েও ফের ক্ষমতাচ্যুত করা হয় সিবিআই প্রধান অলোক ভার্মাকে ৷ যে উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেল তাঁকে একদিন সিবিআই প্রধানের পদে বসিয়েছিল ৷ সেই প্যানেলই গত বৃহস্পতিবার অলোক ভার্মাকে ওই পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষকর্তার পদে বসিয়েছে ৷ সেই পদে বসার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগ করলেন ভার্মা ৷
সিবিআই প্রধানের পদ থেকে বদলি করার পর ২৪ ঘণ্টা হওয়ার আগেই ডিজির পদ থেকে ইস্তফা দিলেন ভার্মা ৷ প্রশিক্ষণ বিভাগের অধিকর্তাকে চিঠি লিখে ইস্তফা দেন অলোক ভার্মা ৷
advertisement
পদত্যাগের চিঠিতে বিস্ফোরক অলোক ভার্মা ৷ তিনি লেখেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷ সুযোগ দেয়নি সিলেকশন কমিটি ৷ কোনও নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি ৷ স্বাভাবিক ন্যায়ের প্রক্রিয়া ধাক্কা খেয়েছে ৷ কার অভিযোগে সিভিসি রিপোর্ট? অভিযোগকারী নিজেই তদন্তের আওতায় ৷ সিভিসির মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা ৷ সিবিআইকে নিয়ন্ত্রণের চেষ্টা স্পষ্ট ৷ সিদ্ধান্ত নিয়ে সরকারের ভাবা উচিত ৷’
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় অলোক ভার্মাকে সিবিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ যে উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেল তাঁকে একদিন সিবিআই প্রধানের পদে বসিয়েছিল ৷ সেই প্যানেলই তাঁকে সরিয়ে দেয় ওই আসন থেকে ৷ সেই প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিচারপতি সিক্রি ৷ যাঁরা অলোক ভার্মার বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ অন্যদিকে, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে ভার্মার পক্ষে সওয়াল করেও ব্যর্থ হন তাঁকে সিবিআই প্রধানের পদে বহাল রাখতে ভার্মাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিবিআই ডিরেক্টর থেকে হোমগার্ড ! ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ অলোক ভার্মার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement