বাসবোঝাই বিরোধী ! এই যাত্রাই কি পাল্টে দেবে দিল্লির মসনদ ?
Last Updated:
#নয়াদিল্লি: তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান কংগ্রেসের কাছে বল প্রদশনের মঞ্চ ছিল ৷ কার্যত তাকে কাজে লাগিয়েই বিরোধীদের একজোট করার কাজটা সেরে ফেললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ এমন একটা সময়ে সুযোগের সদ্বব্যবহার করতে ছাড়ল না রাজনৈতিক দলগুলোও।এদিন রায়পুর, ভোপাল ও জয়পুরেও তিন মুখ্যমন্ত্রীর শপথেও নজরে এল একমঞ্চে তামাম বিরোধী নেতৃত্ব। সব জায়গাতেই বিমানবন্দর থেকে বাসে শপথগ্রহণের জায়গায় পৌঁছন বিভিন্ন দলের নেতারা।
গতকাল রাজস্থানের জয়পুরের সভামঞ্চ ছিল বিরোধীদের ঐক্যের মঞ্চ ৷ রাহুল গান্ধি, মনমোহন সিং, ডিএমকে সভাপতি এম কে স্টালিন, এনসিপি প্রধান শরদ পাওয়ার, এলজেডি-র শরদ যাদব সকলেই উপস্থিত ছিলেন সোমবারের অনুষ্ঠানে ৷ একই বাসে বসে যাচ্ছিলেন সকলে ৷ এবং সেই ছবিটিই এখন ভাইরাল ৷ এই বাসযাত্রাই কি হতে চলেছে বিজেপির বিরোধী যাত্রা? অর্থাৎ যারা সবাই রয়েছেন বাসে তাঁরাই কি একজোট হয়ে লড়বেন ২০১৯-এর লোকসভায়? এই চর্চা এখন জোরদার ৷
advertisement
advertisement
মধ্যপ্রদেশে সরকার গড়তে কংগ্রেসকে সমর্থন দিয়েছে বহুজন সমাজ পার্টি, সমাজবাদি পার্টি। তবে শপথগ্রহণে মায়াবতী বা অখিলেশ না থাকায় জোটে ভাঙনের জল্পনা তৈরি হয়। যদিও বিএসপি সূত্রে দাবি, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি মায়াবতী। বাড়িতে অনুষ্ঠান থাকায় অখিলেশও থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো নিজে উপস্থিত না থাকলেও প্রতিনিধি পাঠিয়েছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 9:16 AM IST