জম্মু ও কশ্মীরে জঙ্গিদের 'শায়েস্তা' নিরাপত্তা বাহিনীর! প্রায় ২০০ সন্ত্রাসবাদী খতম

Last Updated:

সর্বাধিক সংখ্যক এনকাউন্টার হয়েছে দক্ষিণ কাশ্মীরে। এই অঞ্চলেই শুধুমাত্র ১৩৮ টি এনকাউন্টারের ঘটনা ঘটে। শোপিয়ান এবং পুলওয়ামার মতো অঞ্চলে ৯৮ টি এনকাউন্টার হয়। এর মধ্যে ৪৯টি পুলওয়ামায় এবং ৪৯টি শোপিয়ানে৷

#শ্রীনগর: সুরক্ষা বাহিনী এ বছর জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) প্রায় ২০০জন সন্ত্রাসবাদীকে খতম করেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের (ANI) দেওয়া তথ্যে বলা হয়েছে যে এই পরিসংখ্যানগুলি কেবলমাত্র অক্টোবর মাস পর্যন্ত দেওয়া হয়েছে৷ তাৎপর্যপূর্ণভাবে, ২০১৯সালে, ১৫৯ জন জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে। সিআরপিএফ, (CRPF) সেনাবাহিনী ও পুলিশের যৌথ তথ্য অনুসারে, জুন মাসে সর্বাধিক ৪৯ জঙ্গি নিহত হয়েছিল।
তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরে সর্বাধিক সংখ্যক এনকাউন্টার (Encounter) হয়েছে। শুধুমাত্র এই অঞ্চলেই ১৩৮ টি এনকাউন্টার হয়। শোপিয়ান এবং পুলওয়ামার মতো অঞ্চলে ৯৮ টি এনকাউন্টার হয়। এর মধ্যে ৪৯ পুলওয়ামা এবং ৪৯ জন শোপিয়ানে ছিল। তাৎপর্যপূর্ণ, শোপিয়ান এবং পুলওয়ামায় জঙ্গি সংগঠনগুলি স্থানীয় যুবকদের সন্ত্রাসের কাজে নিযুক্ত করে৷ উপার্জনের টোপ দিয়ে জঙ্গী কর্মকাণ্ডে তাদের যুক্ত করা হয়, এমনই জানা গিয়েছে৷ এবার হিজবুল মুজাহিদিনের বেশিরভাগ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাক-সমর্থিত এই সন্ত্রাসবাদী সংগঠনের ৭২ জন জঙ্গি মারা গিয়েছে বলে জানা গিয়েছে৷ সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তৈয়বার ৫৯ জঙ্গিও নিহত হয়েছে।
advertisement
নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ হামলা চালানোর দায়িত্বে রয়েছে লস্কর-ই-তৈয়বা। একই সঙ্গে, উচ্চপদস্থ সরকারি আধিকারিক, পুলিশ বা রাজনীতিকদের হত্যার সঙ্গে জড়িত হিজবুল মুজাহিদিন। যে তথ্যে সামনে আসছে তাতে জানা গিয়েছে যে, জয়েশ-ই-মহম্মদের ৩৭ জন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। এ ছাড়াও শেষ হওয়া ৩২জন জঙ্গি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিল। এর মধ্যে রয়েছে ইসলামিক স্টেটও।
advertisement
advertisement
উল্লেখ্য, এই বছর, সুরক্ষা বাহিনী কাশ্মীরে একটি বড় অভিযান শুরু করেছে। কয়েক মাস আগে জম্মু ও কাশ্মীরের পুলিশের মহানির্দেশক দিলব্যাগ সিং এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, ক্ষমতায় থাকা জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে। সুরক্ষা বাহিনীর একের পর এক পদক্ষেপ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ভাঙ্গন ধরানোও সম্ভব হয়েছে বলে তাঁর দাবি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু ও কশ্মীরে জঙ্গিদের 'শায়েস্তা' নিরাপত্তা বাহিনীর! প্রায় ২০০ সন্ত্রাসবাদী খতম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement