Relationship: স্বামী থাকতেও স্ত্রী লিভ ইন করলে তা অবৈধ সম্পর্ক! মহিলার আর্জি খারিজ করে জানাল এলাাহাবাদ হাইকোর্ট

Last Updated:

সোনম নামে এক মহিলার আবেদনে গত ৭ নভেম্বর এই নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট৷ পুলিশ যাতে তাঁর লিভ ইন সম্পর্কে হস্তক্ষেপ না করে তাঁদের নিরাপত্তা দেয়, সেই আবেদনই করেছিলেন ওই মহিলা৷

মহিলার আর্জি ফেরাল এলাহাবাদ হাইকোর্ট৷
মহিলার আর্জি ফেরাল এলাহাবাদ হাইকোর্ট৷
স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন মহিলা৷ লিভ ইন সম্পর্কে যাতে পুলিশ হস্তক্ষেপ না করে এবং তাঁদের নিরাপত্তা দেয়, এই আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি৷ যদিও সাম্প্রতিক রায়ে এলাহাবাদ হাইকোর্ট অবশ্য জানিয়ে দিল, আইনি ভাবে এখনও একজনের স্ত্রী থাকা অবস্থায় অন্য কোনও পুরুষের সঙ্গে ওই মহিলা লিভ ইন সম্পর্কে থাকতে পারেন না৷ এই ধরনের অবৈধ সম্পর্ককে মান্যতাও দেবে আদালত৷ এই যুক্তি দেখিয়েই ওই মহিলার পুলিশি নিরাপত্তার দেওয়ার আর্জিও খারিজ করে দেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার সিং৷
আদালত স্পষ্ট জানায়, ওই মহিলা বিবাহিত হওয়া সত্ত্বেও যেভাবে অন্য একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন, তা আইনের চোখে অপরাধ৷ ফলে ওই মহিলা এবং তাঁর লিভ ইন সঙ্গীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না৷
বিচারপতি বিবেককুমার সিং বলেন, ‘হিন্দু বিবাহ আইনের অধীনে বিবাহিত কোনও নাগরিক অবৈধ সম্পর্ক বজায় রাখার জন্য আদালতের কাছে নিরাপত্তা চাইতে পারেন না৷’ আবেদনকারী মহিলাকে আদালত মনে করিয়ে দিয়েছে, স্বামীর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় সেক্ষেত্রে প্রথমে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে হবে৷
advertisement
advertisement
বিচারপতি রায় দিতে গিয়ে বলেন, ‘এ দেশের সামাজিক বুননের সঙ্গে আপোস করে লিভ ইন সম্পর্কে মান্যতা দেওয়ার প্রশ্নই ওঠে না৷ পুলিশকে যদি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিই, তাহলে তা এই অবৈধ সম্পর্কে সম্মতি দেওয়া হয়ে যাবে৷’
সোনম নামে এক মহিলার আবেদনে গত ৭ নভেম্বর এই নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট৷ পুলিশ যাতে তাঁর লিভ ইন সম্পর্কে হস্তক্ষেপ না করে তাঁদের নিরাপত্তা দেয়, সেই আবেদনই করেছিলেন ওই মহিলা৷ ওই মহিলার যুক্তি ছিল, তিনি এবং তাঁর লিভ ইন পার্টনার দু জনেই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর স্বামী তাঁদের নিয়মিত হুমকি দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপনে অসুবিধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন ওই মহিলা৷
advertisement
নিজের লিভ ইন সম্পর্কের কথা জানিয়ে গত ২৫ সেপ্টেম্বর সাহারানপুর থানায় নিজের স্বামীর বিরুদ্ধে হয়রানি করার অভিযোগও দায়ের করেছিলেন ওই মহিলা৷ যদিও রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ওই মহিলা এখনও বিবাহিত এবং স্বামীর থেকে ডিভোর্স নেননি৷ কয়েকদিন আগে গত ৩০ অক্টোবরই তিনি আদালতে ডিভোর্স চেয়ে মামলা করেছেন৷ তাও আবার আদালত ডিভোর্সের নথি দেখতে চাওয়ার পর তিনি সেই মামলা করেন৷ যদিও এখনও আদালত ডিভোর্সের কোনও নির্দেশ দেয়নি৷ রাজ্যের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, গত দু বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন ওই মহিলা৷ কিন্তু তাঁর স্বামী তাঁদের হুমকি দিয়েছেন অথবা হেনস্থা করেছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি৷
advertisement
সব শুনে আদালত জানায়, যেভাবে ওই মহিলা লিভ ইন সম্পর্কে রয়েছেন তা ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ এবং ৪৯৫ নম্বর ধারায় প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে অথবা প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করার অপরাধ হিসেবে গণ্য হতে পারে৷ আদালতের পুরনো রায়ের উদাহরণ দিয়ে বিচারপতি আরও বলেন, আইনের চোখে যে কোনও পুরুষ এবং মহিলা চাইলেই লিভ ইন সম্পর্কে থাকতে পারেন না৷ লিভ ইন সম্পর্কে তখনই নিরাপত্তা চাওয়া যেতে পারে যখন পুরুষ এবং মহিলা দু জনেই অবিবাহিত অথবা আইনি ভাবে পরস্পরকে বিয়ে করার উপযুক্ত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: স্বামী থাকতেও স্ত্রী লিভ ইন করলে তা অবৈধ সম্পর্ক! মহিলার আর্জি খারিজ করে জানাল এলাাহাবাদ হাইকোর্ট
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement