BIG BREAKING! মধ্যরাতে কমলনাথ মন্ত্রিসভার ২২ সদস্য পদত্যাগ করলেন

Last Updated:

একসঙ্গে ২২ মন্ত্রী পদত্যাগ করেছেন কমলনাথের মন্ত্রিসভায়

#ভোপাল:  মধ্যপ্রদেশে মাঝরাতে নাটক৷ দীর্ঘক্ষণ আলোচনার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘোষণা করলেন, তাঁর মন্ত্রিসভার সমস্ত সদস্যই পদত্যাগ করেছেন৷ আগামীকালের পর ফের নতুন করে মন্ত্রিসভা তৈরি করা হবে৷ কারণ, একসঙ্গে ২২ মন্ত্রী পদত্যাগ করেছেন কমলনাথের মন্ত্রিসভায়৷
এদিন সকাল থেকেই জটিল হতে শুরু করে মধ্যপ্রদেশের পরিস্থিতি৷ হঠাৎ কংগ্রেসের বিধায়করা বেপাত্তা হয়ে যান৷ ফোন ধরা বন্ধ করে দেন৷ অন্যদিকে শোনা যাচ্ছে, দিল্লিতে রয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হওয়ার কথাও শোনা যাচ্ছে৷ এদিকে ক্রমে একা হয়ে পড়ছেন কংগ্রেসের পোড় খাওয়া সৈনিক কমলনাথ৷ আর সংকটের মাঝেই তিনি বন্ধুবর নেতা দ্বিগ্বিজয় সিংকে নিয়ে সভায় বসেছেন৷ হাতে ১২০ বিধায়ক, সংখ্যগরিষ্ঠতার অঙ্ক থেকে যা মাত্র ৪ আসন বেশি৷ ফলে আসন য়ে সহজে টলমল হবে, সে কথা বুঝতে পেরেছেন কমলনাথ৷
advertisement
ওদিকে ঝোপ বুঝে কোপ মারতে চাইছে বিজেপিও৷ পরিস্থিতি ঘোরালো হয়ে যাওয়ার পরেই বিশেষ বৈঠক ডেকেছে গেরুয়া শিবির৷ দিল্লিতে অমিত শাহের বাসভবনে সরকার গড়ার আশার আলো দেখতেই হাজির হয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক শিবরাজ সিং চৌহান, মোনেরার সাংসদ নরেন্দ্র সিং তোমার৷ বিজেপি শক্তি প্রদর্শনের জন্য মঙ্গলবার সন্ধ্যায় একটি সভার ডেকেছে৷ সেখানে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷ যদিও সরকার গঠনের জন্য বিজেপি অনাস্থা প্রস্তাব আনবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বিজেপির মধ্যপ্রদেশ নেতৃত্ব৷ তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদি দল পাল্টে বিজেপিতে আসতে চান, তাহলে কী তাঁকে উচ্চপদ দিয়ে গ্রহণ করবে বিজেপি? সেটাও খোলসা করা হয়নি৷ তবে বলা হয়েছে, রাজনীতিতে সবই হয়৷
advertisement
advertisement
উল্লেখ্য, যে বিধায়করা আত্মগোপন করেছেন, তাঁদের সকলেই সিন্ধিয়া শিবিরের লোক৷ রয়েছেন মন্ত্রীরাও৷ ফলে তাঁদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কংগ্রেস হাইকমান্ড৷
যদিও, দু’দিন আগেই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভা রদবলদের বিষয়ে আলোচনা করে এসেছেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷ কিন্তু তারপরেই হঠাৎ সিন্ধিয়া শিবিরের কংগ্রেস নেতারা ক্ষেপে উঠেছেন৷ কারণ, নতুন মন্ত্রিসভাতেও তাঁদের জায়গা হওয়ার নিশ্চিত সম্ভবনা দেখছেন না তাঁরা৷
advertisement
যদিও এমন চিত্র খুব একটা নতুন নয়৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্য সরকারের নেতারা এভাবেই নানা সময়ে উধাও হয়ে যেতেন৷ কর্নাটকেও এমন নাটক বারবার হয়েছে৷ যদিও, মধ্যপ্রদেশ সরকার শেষ পর্যন্ত এই ধাক্কায় পড়ে যায় কি না, এখন সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BIG BREAKING! মধ্যরাতে কমলনাথ মন্ত্রিসভার ২২ সদস্য পদত্যাগ করলেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement