রাম রহিমের সঙ্গে বৈঠকের ব্যবস্থা, সিটের প্রশ্নের মুখে বলিউড অভিনেতা অক্ষয় কুমার
Last Updated:
#চণ্ডীগড়: পঞ্জাব পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের সামনে হাজির দিলেন অক্ষয় কুমার ৷ বুধবারই সিটের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি ৷ ২০১৫ বড়গড়ি কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয় বলিউড নায়ককে ৷ ২১ নভেম্বর অমৃতসরের সার্কিট হাউজে আসার জন্য সমন পাঠানো হয়েছিল অক্ষয়কে ৷ যদিও সুবিধা অনুযায়ী পরে চণ্ডীগড় আসতে বলা হয় অক্ষয়কে ৷
বরগড়ি কাণ্ড নিয়ে বিচারপতি রঞ্জিত সিং কমিশন রিপোর্টে নাম উঠে আসে ততকালীন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল ও গুরমিত রাম রহিমের ৷ অক্ষয় কুমার তাঁদের মধ্যে বৈঠকের সাহায্য করেছিলেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয় ৷ এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অক্ষয় ৷ ডেরা প্রধান গুরমিত রাম রহিম সঙ্গেও কখনও দেখা করেননি তিনি জানিয়ে দিয়েছেন অক্ষয় ৷ এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন বলিউড তারকা ৷
advertisement
আরও পড়ুন PAN কার্ডে আর প্রয়োজন নেই বাবার নাম
advertisement
ইতিমধ্যেই সিটের মুখোমুখি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং তাঁর পুত্র সুখবীর সিং বাদল ৷ সুখবীর সিং স্পষ্ট করেন যে পঞ্জাবের বাইরে কখনওই তাঁর সঙ্গে অক্ষয়ের দেখা হয়নি ৷
জাস্টিস রঞ্জিত সিং কমিশন রিপোর্টে প্রাক্তন বিধায়ক হরবনস জালালে একটি চিঠির উল্লেখ করা হয়েছে যেখানে তিনি মুম্বইয়ে অক্ষয়ের ফ্ল্যাটে ডেরা প্রধান রাম রহিম ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বৈঠকের কথা লিখেছেন ৷ রাম রহিমের ছবি ম্যাসেঞ্জার অফ গড-এর মুক্তিকে নিয়ে এই বৈঠক বলে তিনি জানিয়েছিলেন ৷
advertisement
— Akshay Kumar (@akshaykumar) November 12, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2018 12:06 PM IST