'মেয়েটার চোখে JNU-র লড়াইয়ের শক্তি স্পষ্ট দেখলাম,' ঐশীতে মুগ্ধ কেরলের মুখ্যমন্ত্রী

Last Updated:

শনিবার দিল্লিতে কেরল হাউসে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঐশী৷ এ দিন চিকিত্‍সার জন্য এইমস-এ গিয়েছিলেন ঐশী৷

#নয়াদিল্লি: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ৷ ঐশীর প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী বললেন, 'ওর চোখে জেএনইউ-এর লড়াইয়ের শক্তি স্পষ্ট দেখতে পাওয়া যায়৷'
শনিবার দিল্লিতে কেরল হাউসে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঐশী৷ এ দিন চিকিত্‍সার জন্য এইমস-এ গিয়েছিলেন ঐশী৷ ফেরার পথে পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেন তিনি৷ ঐশীর সঙ্গে দেখা করার পর নিজের ফেসবুক প্রোফাইলে কেরলের মুখ্যমন্ত্রী লেখেন, 'সঙ্ঘ পরিবারের আক্রমণের বিরুদ্ধে জেএনইউ লড়াই চালিয়ে যাচ্ছে৷ সঙ্ঘ পরিবার ক্যাম্পাসে নৃশংস ভাবে হামলা করেছে৷ সঙ্ঘ পরিবারের আশা ছিল, পেশী শক্তি দেখিয়ে আন্দোলন থামিয়ে দেবে৷'
advertisement
advertisement
তিনি আরও লেখেন, 'ক্যাম্পাস দুর্দান্ত লড়াইয়ের শক্তি দেখিয়েছে এসএফআই নেত্রী তথা ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে৷ মাথা ফাটা অবস্থাতেই উনি লড়াইয়ে ফিরে গিয়েছেন৷ ওর চোখে জেএনইউ-এর লড়াইয়ের শক্তি স্পষ্ট দেখতে পাওয়া যায়৷'
জেএনইউ-র আন্দোলনকে সমর্থনের জন্য কেরল সরকার ও কেরলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ঐশী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'মেয়েটার চোখে JNU-র লড়াইয়ের শক্তি স্পষ্ট দেখলাম,' ঐশীতে মুগ্ধ কেরলের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement