সীমা লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানের বিমান
Last Updated:
#জয়পুর: আকাশসীমা লঙ্ঘন করে ভারতের সীমানায় ঢুকে পড়ে একটি কারগো বিমান ৷ মুহূর্তের মধ্যে ভারতের বায়ুসেনার বেশ কয়েকটি বিমান সেই কারগো বিমানটি ঘিরে ফেলে ৷ এরপর জয়পুরের বিমানবন্দরে নামতে বাধ্য করা হল বিমানটিকে ৷
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ৷ জর্জিয়ার এএন-১২ এয়ারক্রাফটের একটি বিমান পাকিস্তানের সীমা লঙ্ঘন করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে ৷ সূত্রের খবর, পাকিস্তানের করাচি থেকে বিমানটি ওড়ে ৷ কিন্তু আচমকাই দিকভ্রষ্ট হয়ে গুজরাত দিয়ে ভারতে প্রবেশ করে বিমানটি ৷ এমনটাই দাবি ওই বিমান চালকের ৷ এরপরই ভারতের ব়্যাডারে ধরা পড়ে বিমানটি ৷
advertisement
Government sources to ANI: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. More details awaited. pic.twitter.com/YSZZPF9u1D
— ANI (@ANI) May 10, 2019
advertisement
কারগো বিমানের পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় বায়ুসেনা ৷ কেন চালক পাকিস্তানের আকাশপথ থেকে দিক পরিবর্তন করে ভারতের আকাশে ঢুকে পড়ে বিমানটি ৷ সেটি জানার চেষ্টা করছে ভারতের বায়ুসেনা ৷ জয়পুরের স্থানীয় পুলিশও ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
advertisement
#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl
— ANI (@ANI) May 10, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2019 8:42 PM IST