কাশ্মীরে স্বাভাবিক হল বিমান পরিষেবা, হাইস্পিড ইন্টারনেট
Last Updated:
কাশ্মীরের ২ বিমানবন্দরেই প্লেন চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়ে গিয়েছে৷ স্বাভাবিক কাজ শুরু করেছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলও৷ শ্রীনগর, বদগামে স্বাভাবিক হয়ে গিয়েছে হাইস্পিড ইন্টারনেট পরিষেবাও৷
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে স্বাভাবিক হল বিমান পরিষেবা৷ কাশ্মীরের ২ বিমানবন্দরেই প্লেন চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়ে গিয়েছে৷ স্বাভাবিক কাজ শুরু করেছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলও৷ শ্রীনগর, বদগামে স্বাভাবিক হয়ে গিয়েছে হাইস্পিড ইন্টারনেট পরিষেবাও৷
অন্যদিকে এ দিন ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা পোস্ট লক্ষ করে গুলি চালানো শুরু করেছে পাকিস্তান সেনা৷ ভারতীয় সেনাও পাল্টা জবাব দিচ্ছে৷ কাশ্মীরের পরিস্থিতি ও পাকিস্তানে আটক ভারতীয় বায়ুসেনার পাইলটকে ফেরানো নিয়ে বিকেলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার পাইলটের রক্তাক্ত ছবি ভাইরাল করেছে পাকিস্তান সেনা। ভারতে নিযুক্ত পাকিস্তানের কার্যনির্বাহী হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের সেই প্রতিবাদপত্রে ভারতের আকাশসীমায় ঢুকে পাকিস্তানের হানার কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি কুৎসিতভাবে তুলে ধরছে পাকিস্তান। ভারত এই ঘটনার প্রতিবাদ করছে। এমন ঘটনা আন্তর্জাতিক মানবতা আইন ও জেনিভা চুক্তি ভঙ্গ হয়েছে। পাকিস্তানকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যের কোনও ক্ষতি যেন না হয়। পাকিস্তান তাঁকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাবে বলে আশা করছে ভারত।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2019 11:50 AM IST