‘সব সময় জেগে থাকি,দিনে ৩-৪ ঘণ্টা ঘুমোতে পারি,’ চার মাস পরেও আতঙ্ক! নিঃসঙ্গ জীবন, বললেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী

Last Updated:

চার মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু আতঙ্ক এখনও যেন তাঁর ছায়াসঙ্গী। চোখ বন্ধ করলেই ফিরে আসে সেই অভিশপ্ত দিনের স্মৃতি, ভেসে ওঠে ভাইয়ের মুখ। গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনা থেকে একমাত্র জীবিত অবস্থায় ফিরেছিলেন বিশ্বাসকুমার রমেশ।

সবসময় জেগে থাকি জানালেন এয়ার ইন্ডিয়ার একমাত্র জীবিত যাত্রী!
সবসময় জেগে থাকি জানালেন এয়ার ইন্ডিয়ার একমাত্র জীবিত যাত্রী!
আহমেদাবাদ: চার মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু আতঙ্ক এখনও যেন তাঁর ছায়াসঙ্গী। চোখ বন্ধ করলেই ফিরে আসে সেই অভিশপ্ত দিনের স্মৃতি, ভেসে ওঠে ভাইয়ের মুখ। গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনা থেকে একমাত্র জীবিত অবস্থায় ফিরেছিলেন বিশ্বাসকুমার রমেশ। শারীরিক ক্ষত আজ সেরে গেলেও মানসিক যন্ত্রণা যেন কিছুতেই কাটছে না। মানুষের ভিড়ে থেকেও তিনি একা, স্ত্রী ও ছেলের সঙ্গেও এখন আর খুব একটা কথা বলেন না।
ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক দুর্ঘটনার পর ভারতে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, তারপর ফিরে যান ব্রিটেনে। সেখানেই ‘বিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একমাত্র বেঁচে গিয়েছি—এটা এখনও বিশ্বাস করতে পারি না। সত্যিই এক অলৌকিক ঘটনা।”
আরও পড়ুন: শিয়ালদহ-লালগোলার মধ্যে চালানোর জন্য মেমু রেক পাওয়া যাবে কীভাবে? কালঘাম ছুটছে ডিভিশনের
১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার সেই বিমানে রমেশের সঙ্গে ছিলেন তাঁর ভাই অজয়। রমেশ বসেছিলেন ১১এ নম্বর আসনে, কয়েকটি আসন দূরেই ছিলেন অজয়। ভাগ্যের নির্মম পরিহাসে রমেশ প্রাণে বেঁচে গেলেও, অজয়কে হারাতে হয় চিরতরে। সেই ক্ষতি তাঁর জীবনে এক গভীর শূন্যতা এনে দিয়েছে। চোখে জল এসে যায় রমেশের, যখন তিনি বলেন, “ভাই ছিল আমার মেরুদণ্ড। গত কয়েক বছর ধরে ও সবসময় পাশে থেকেছে, সব বিষয়ে আমাকে সমর্থন করেছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দেখুন নেপালে কী ঘটে গেল!’ নীল ছবির উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা, মন্তব্য সুপ্রিম কোর্টের
তিনি আরও বলেন, “এখন আমি পুরোপুরি একা। সারাদিন ঘরে চুপচাপ বসে থাকি, কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না—স্ত্রী, ছেলেও না।” শুধু রমেশ নন, তাঁর পরিবারও এখনও সেই দুর্ঘটনার মানসিক আঘাত সামলে উঠতে পারেনি। রমেশ জানান, “গত চার মাস ধরে মা প্রায় প্রতিদিন দরজার বাইরে বসে থাকেন। কারও সঙ্গে কথা বলেন না।”
advertisement
চিকিৎসা ও সময় হয়তো ক্ষত মুছতে পারে, কিন্তু বিশ্বাসকুমার রমেশের জীবনে ১২ জুনের সেই কালো দিন হয়ে রইল এক অবিস্মরণীয় দুঃস্বপ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সব সময় জেগে থাকি,দিনে ৩-৪ ঘণ্টা ঘুমোতে পারি,’ চার মাস পরেও আতঙ্ক! নিঃসঙ্গ জীবন, বললেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement