Air India Plane Crash Today: বিমান দুর্ঘটনার মুখে বুঝেই পাইলটের শেষ আর্তি 'MAYDAY'! এয়ার ইন্ডিয়ার চালক কেন বললেন একথা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Air India Plane Crash Today: জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা 'মেডে কল' পাঠিয়েছিলেন পাইলট। কিন্তু কেন? এর অর্থ কী?
আহমেদাবাদ: আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা।
জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা ‘মেডে কল’ পাঠিয়েছিলেন পাইলট। পালটা এটিএস কোনও ব্যবস্থা নিয়েছিল কিনা, তা অবশ্য পর্যন্ত স্পষ্ট নয়।
আরও পড়ুন: আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী বোয়িং AI 171, শয়ে শয়ে মৃত্যু! দেখুন দুর্ঘটনার ছবি
বিমান ভেঙে পড়ছে বুঝতে পেরেই কেন এয়ার ইন্ডিয়ার বিমানচালক একথা বললেন? পাইলট ‘মেডে কল’ ডাকেন যখন তাঁরা একটি জরুরি পরিস্থিতি বা বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হন, যেখানে দ্রুত সহায়তা প্রয়োজন। “মেডে” হল আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত। এটি ফরাসি শব্দ “m’aider” থেকে উদ্ভূত, যার অর্থ “আমাকে সাহায্য করো”।
advertisement
advertisement
আরও পড়ুন: মোবাইল নম্বর বদলে অ্যাকাউন্ট থেকে UPI করে উধাও কোটি কোটি টাকা, আসল গ্রাহক জানেনই না! কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড
জরুরি অবস্থায় যখন বিমানটি গুরুতর বিপদে থাকে, যেমন ইঞ্জিন বিকল হওয়া, আগুন বা কোনও প্রযুক্তিগত ত্রুটি। তখন ‘মেডে’ বলার অর্থ হল বিমানটি একটি গুরুতর জরুরি অবস্থার মধ্যে রয়েছে এবং জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন। “মেডে” বলার পর, পাইলটকে তাঁর বিমানের অবস্থান, সমস্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও জানাতে হয়, যাতে দ্রুত সাহায্য পাঠানো যায়।
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 3:54 PM IST